IND vs SA: গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে ভাঙছে চিরাচরিত প্রথা! নিয়মে বিরাট বদলের সম্ভাবনা
India vs South Africa: ২২ নভেম্বর থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।

গুয়াহাটি: বর্তমানে অজ়িভূমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ব্যস্ত ভারতীয় দল। এই সিরিজ় শেষ হওয়ার পর কিন্তু টিম ইন্ডিয়ার বিশ্রামের জো নেই। ১৪ নভেম্বর থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) আবার তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে নেমে পড়বে ভারত। ২২ নভেম্বর থেকে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। সেই ম্যাচেই কিন্তু ক্রিকেটের দীর্ঘদিনের নিয়মে বদল ঘটতে চলেছে।
আজ অবধি টেস্ট ক্রিকেটে ম্যাচের আগে সর্বপ্রথম টস হয়। তারপর দিনের খেলা শুরু হওয়ার পর লাঞ্চ, তারপর দ্বিতীয় সেশন, চা পানের বিরতি এবং শেষ সেশন। তবে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে সেই নিয়মভঙ্গ হতে চলেছে। Indian Express-র রিপোর্ট অনুযায়ী, এই ম্য়াচে লাঞ্চ নয়, আগে চা পানের বিরতি হবে। তারপরে হবে লাঞ্চ।
কেন এমন সিদ্ধান্ত? এর পিছনে রয়েছে উত্তর-পূর্ব ভারতের সূর্যাস্তের সময়। বাকি দেশের তুলনায় অসমের মতো উত্তর-পূর্ব ভারতের রাজ্যে আগেই সূর্যাস্ত হয়, সেই কারণেই এই বদল। এক বিসিসিআই আধিকারিক এই বিষয়ে জানান, 'আগেভাগে চা পানের বিরতি নেওয়ার কারণ হল গুয়াহাটিতে আগেই সূর্যাস্ত হয় এবং সেই কারণেই ম্যাচ আগেই শুরুও হবে। এই প্রথম আমরা চা পানের বিরতির সময় বদলের সিদ্ধান্ত নিয়েছি যার ফলে সময় বাঁচবে এবং ওভার শেষ করার জন্য মাঠে বেশি সময়ও পাওয়া যাবে।'
চিরাচরিত প্রথা মেনে ভারতেও কিন্তু আগেই লাঞ্চ নেওয়া হয়। সাধারণত ভারতে সকাল ৯.৩০টা থেকে টেস্ট ম্যাচ শুরু হয়। তারপর ১১.৩০ টায় লাঞ্চ, ১২.১০-এ শুরু হয় দ্বিতীয় সেশন। দুপুর ২.১০-এ চা পানের বিরতি নেওয়া হয়। তারপর ২.৩০টা থেকে ৪.৩০টা পর্যন্ত চলে দিনের শেষ সেশন। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সকাল ৯টা থেকে শুরু হবে। ১১টা থেকে ১১.২০ পর্যন্ত হবে চা পানের বিরতি। ১.২০ পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন, যার পরে হবে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। দুপুর ২টো থেকে সর্বশেষ সেশন শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে কথা বলেই বিসিসিআই যুগ্মভাবে এই নিয়মভাঙার সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্তর্দজাতিক ক্রিকেটে এই বিষয়টি নতুন হলেও, ঘরোয়া ক্রিকেটে গুয়াহাটিতে ম্যাচ হলে কিন্তু বিসিসিআই আগের চা পানের বিরতির পন্থই অবলম্বন করে। সেই পন্থাই এবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচের ক্ষেত্রেও দেখা যাবে।




















