IND vs SA Innings Highlights: ইডেনে অভিষেকেই ভয়ঙ্কর বুমরা, পাঁচ উইকেটের আগুনে পুড়ে ছারখার দক্ষিণ আফ্রিকা
India vs South Africa: প্রথম স্পেলে ৭ ওভারে ৪টি মেডেন সহ মাত্র ৯ রান দিয়ে দু'উইকেট তুললেন বুমরা। দ্বিতীয় স্পেলে ৫ ওভারে ১৪ রানে এক উইকেট। শেষ স্পেলে ২ ওভারে একটি মেডেন, চার রান দিয়ে ২ উইকেট।

সন্দীপ সরকার, কলকাতা: এই মাঠকে বলা হয় ক্রিকেটের নন্দনকানন। কিন্তু সেই ইডেনে (Eden Gardens) কোনওদিন টেস্ট খেলেননি তিনি। সে যতই তাঁকে সব ফর্ম্যাটে বিশ্বের সেরা পেসার বলা হোক না কেন।
যশপ্রীত বুমরা নিজের জাত চেনানোর জন্য যেন বেছে নিলেন ইডেনে তাঁর অভিষেক ম্যাচকেই। তিন স্পেলে ধ্বংস করে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ইডেনে টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ১৫৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। চালকের আসনে ভারত। ব্যাটাররা যদি নিজেদের কাজটা করতে পারেন, তাহলে বিশ্বচ্যাম্পিয়নদের সিংহাসন টলমল করে দিতে পারে টিম ইন্ডিয়া।
ইডেনে স্পিনারদের মঞ্চ সাজানো হচ্ছিল। ঘূর্ণি পিচ চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চার স্পিনারে দক্ষিণ আফ্রিকাকে গাঁথার চিন্তাভাবনা করা হয়েছিল। সেই মঞ্চেই কি না যাবতীয় আলো কেড়ে নিলেন আমদাবাদের পেসার!
বুমরা তিন স্পেলে ছারখার করলেন প্রোটিয়া ইনিংস। প্রথম স্পেলে ৭ ওভারে ৪টি মেডেন সহ মাত্র ৯ রান দিয়ে দু'উইকেট তুললেন। দ্বিতীয় স্পেলে ৫ ওভারে ১৪ রানে এক উইকেট। শেষ স্পেলে ২ ওভারে একটি মেডেন, চার রান দিয়ে ২ উইকেট। একটা সময় বিনা উইকেটে ৫৭ রান ছিল দক্ষিণ আফ্রিকার। মাত্র ১০ ওভারে। ওভার প্রতি প্রায় ৬ রান করে তুলছিলেন দুই ওপেনার এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটন। সেখান থেকে পরের ১০২ রানের মধ্যে গোটা ইনিংসটাই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার। বুমরার পাশাপাশি উইকেট পেলেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও অক্ষর পটেলও। সিরাজ ও কুলদীপ ২টি করে উইকেট পেলেন। এক উইকেট অক্ষরের।
🎥 A glimpse of Jasprit Bumrah's Eden Gardens masterclass! |/ 🙌
— BCCI (@BCCI) November 14, 2025
Updates ▶️ https://t.co/okTBo3qxVH#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @Jaspritbumrah93 pic.twitter.com/dmkaVZXRIk
কুলদীপকে খেলানো হবে কি না, তা নিয়ে বহু প্রশ্ন ছিল। স্পিনার অলরাউন্ডারদের দিকে ঝুঁকেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে তিন স্পিনার অলরাউন্ডার খেলানো হলেও, কুলদীপকে রাখা হয়। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন চায়নাম্যান স্পিনার। বারবার পারফর্ম করেও বাদ পড়েছেন। শুক্রবার সেই কুলদীপ ধোঁয়াশা তৈরি করলেন প্রোটিয়া ব্যাটারদের মনে। তাঁর কোন বলটা যে পড়ে ভেতরে আসবে, আর কোনটা পড়ে বাইরে যাবে, কুলকিনারা পেলেন না ব্যাটাররা।
বোলাররা সফল। পরীক্ষা এবার কে এল রাহুল, শুভমন গিল সহ ভারতীয় ব্যাটিংয়ের।



















