India vs South Africa Live: প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৭/১, দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১২২ রানে পিছিয়ে, লাইভ আপডেট
Eden Gardens Live: একদিকে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে শুভমন গিলেন নতুন টিম ইন্ডিয়া। ইডেনে ধুন্ধুমার লড়াই।
LIVE

Background
কলকাতা: আজ একরকম, কাল আর একরকম। প্রত্যেক দিন নাকি বদলে যাচ্ছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজ! আর বহুরূপী পিচ নিয়ে ধন্দে পড়ে যাচ্ছে ভারত। প্রথম একাদশ কেমন হবে? তিন স্পিনার হিসাবে কারা খেলবেন? শেষ মুহূর্তে কোনও নাটকীয় পটবদলে একাদশে বাড়তি পেসার ঢুকে পড়বেন না তো?
কলকাতায় পা রাখা ইস্তক ইডেনে ঘূর্ণি পিচ চেয়ে বায়না জুড়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা। এবং সেই অর্ডারি পিচ তৈরি হচ্ছে কি না, প্রত্যেক মুহূর্তে সেদিকে নজর রাখছেন টিম ইন্ডিয়ার কোনও না কোনও সদস্য। কখনও গম্ভীর স্বয়ং, কখনও অধিনায়ক শুভমন গিল, কখনও সহকারী কোচ সীতাংশু কোটাক কিংবা সহ অধিনায়ক ঋষভ পন্থ। দলের থ্রো ডাউন স্পেশালিস্টরাও কি একবার করে পিচ দেখে গেলেন?
ইডেনে দীর্ঘদিন ধরে টেস্ট ম্যাচ দেখছেন, এরকম কেউই মনে করতে পারছিলেন না যে, পিচ নিয়ে এমন নাটক আগে কখনও হয়েছে। যা হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বাইশ গজ নিয়ে।
কাগিসো রাবাডা, মার্কো জানসেনের মতো পেসার রয়েছে যখন প্রতিপক্ষ দলে, তখন ইডেনের অধুনা আয়ত্ত করা পেস বোলিং সহায়ক চরিত্র বদলাতে বলা হবে, সেটা স্বাভাবিক। তবে স্পিন আক্রমণ সাজানো নিয়েও ধন্দে ভারতীয় শিবির। যতই ধুলো ওড়া ঘূর্ণি চাওয়া হোক না কেন, পিচ শেষ পর্যন্ত কীরকম আচরণ করবে, তা নিয়ে ধোঁয়াশা ভারতীয় দলেও। যে কারণে একাদশ সাজানো নিয়ে বিভ্রান্তি থাকছেই।
মোটামুটিভাবে ঠিক হয়েছিল, তিন স্পিনার অলরাউন্ডার ও দুই পেসার খেলানো হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে। দুই পেসার হিসাবে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। তিন স্পিনার কারা? বুধবার পর্যন্ত ইঙ্গিত ছিল, রবীন্দ্র জাডেজ, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে খেলানো হবে অক্ষর পটেলকে। তিনজনেরই ব্যাটের হাত ভাল।
ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, 'ম্যাচ যত গড়াবে, এই পিচে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। স্পিনার অলরাউন্ডারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে, আমাদের দলে এমন অনেক অলরাউন্ডার আছে যারা শুধু ব্যাটার হিসাবে বা বোলার হিসাবেও খেলতে পারে। ওয়াশি, অক্ষর ও জাড্ডুকে নিয়ে সেটাই করা যায়। ওদের খেলানো মানে তিনজন ব্যাটারকেও খেলানো। ওরা থাকলে আমাদের নমনীয়তা বাড়ে।'
কিন্তু বৃহস্পতিবার, ম্যাচের আগের দিন দেখা গেল, ভারতের ঐচ্ছিক প্র্যাক্টিসেও দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন করলেন কুলদীপ যাদব। তাঁকে খেলানোর পক্ষেও জোরাল সওয়াল রয়েছে। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজে দুই টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন চায়নাম্যান স্পিনার। যার মধ্যে শেষ টেস্টে ফিরোজ শাহ কোটলায় নেন ৮ উইকেট। তাঁকে বাদ দেওয়া হবে কোন যুক্তিতে?
ভারতের অধিনায়ক শুভমন গিলের কাছে বৃহস্পতিবার প্র্যাক্টিসের শেষে সাংবাদিক বৈঠকে জানতে চাওয়া হয়েছিল, স্পিন কম্বিনেশন কি চূড়ান্ত? এবিপি লাইভ বাংলার প্রশ্নে শুভমন বললেন, 'প্রথম একাদশ কম-বেশি চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে উইকেটের রঙ পাল্টাচ্ছে। কাল যখন প্র্যাক্টিসের সময় এসেছিলাম, উইকেট অন্যরকম দেখাচ্ছিল। আজ অন্যরকম লাগছে। কাল সকালে এসে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারতের এই দিকে দিনের আলো দ্রুত কমে যায়। সেটাকে মাথায় রাখতে হবে। সাধারণত সকালে ও বিকেলে পেসাররা সাহায্য পায়। ভারতে খেলা হলেই স্পিনারদের হাতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। যত ভাল মানের স্পিনার, জেতার সম্ভাবনাও তত বেশি।'
মনে করিয়ে দেওয়া যাক, ইডেনে শেষ চার টেস্টে পেসারদের ঝুলিতে গিয়েছে ৭৫ শতাংশ উইকেট। সেই পিচকে ঘূর্ণি বানানোর চেষ্টা করতে গিয়ে না হিতে বিপরীত হয়, আশঙ্কা কারও কারও। শেষ পর্যন্ত কুলদীপ, নাকি অক্ষর? ঝুলে রইল সিদ্ধান্ত।
IND vs SA Live Score: প্রথম দিনের শেষে ২০ ওভারে ভারতের স্কোর ৩৭/১
প্রথম দিনের শেষে ২০ ওভারে ভারতের স্কোর ৩৭/১। কে এল রাহুল ১৩ রানে ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১২২ রানে পিছিয়ে ভারত।
India vs South Africa: ১৯ ওভারের শেষে ভারতের স্কোর ৩৬/১
ইডেনে আলো কমে আসায় ফ্লাডলাইট জ্বালিয়ে চলছে ম্যাচ। ১৯ ওভারের শেষে ভারতের স্কোর ৩৬/১। ক্রিজে রাহুল ও সুন্দর।




















