IND vs WI 2nd Test: কুলদীপের স্পিনভেল্কি সামলে পাল্টা লড়াই চালালেন পিয়ের, ফিলিপ, লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ২১৭/৮
Kuldeep Yadav: দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজ়ের তিন তিনটি উইকেট তুলে নেন কুলদীপ যাদব।

নয়াদিল্লি: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) তৃতীয় দিনের শুরুটা দুরন্তভাবে করেছিল ভারতীয় দল। তবে প্রথম সেশন শেষ হওয়ার আগে খানিকটা হলেও লড়াই চালাল ওয়েস্ট ইন্ডিজ়। সৌজন্যে খ্যারি পিয়ের ও অ্যান্ডারসন ফিলিপ। সেশনের শুরুতে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিনভেল্কিতে নাকানিচোবানি খাওয়ার পর নবম উইকেটে পিয়েররা ৪২ রান যোগ করলেন। এই দুইয়ের সুবাদেই ক্যারিবিয়ান দল কোনওরকমে দু'শো রানের গণ্ডি পার করল। প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর আট উইকেটের বিনিময়ে ২১৭ রান।
১৪০ রানে চার উইকেট থেকে এই দিনের শুরুটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ইমলাচ ১৪ ও শাই হোপ ৩১ রানে ক্রিজে উপস্থিত ছিলেন। ক্যারিবিয়ান দলের সমর্থকরা আশা করছিলেন হোপরা বড় ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যাবেন। ১৫০ রানের গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ়। তবে তারপরেই ধাক্কা। দুরন্ত বলে শাই হোপের রক্ষণভেদ করে উইকেট ভাঙেন কুলদীপ। ৩৬ রানে সাজঘরে ফেরেন হোপ। এই উইকেট তথাকথিত 'ফ্লাডগেট' খুলে দেয়।
ওয়েস্ট ইন্ডিজ় যেমন রান করতে চাপে পড়ছিল, তেমনই উইকেটও হারাচ্ছিল। ১৯ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় তারা। ইমলাচ (২১), জাস্টিন গ্রিভসকেও (১৭) কুলদীপ সাজঘরে ফেরেন। এরপরে জমেল ওয়ারিকানের উইকেট ভাঙেন মহম্মদ সিরাজ। ১৭৫ রানে আট উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস। ফলো অন এড়ানো তো দূর, তাঁরা আদৌ দু'শো ঘরে পৌঁছবে পারবেন কি না, সেই নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের সমর্থকরা বেশ চিন্তায় ছিলেন।
Accuracy 🎯
— BCCI (@BCCI) October 12, 2025
Kuldeep Yadav and Mohd. Siraj with absolute beauties👌
Updates ▶ https://t.co/GYLslRyLf8#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @imkuldeep18 | @mdsirajofficial pic.twitter.com/KpE6zXyuz9
এমন পরিস্থিতিতেই দলের হয়ে পাল্টা লড়াইটা শুরু করেন খ্যারি পিয়ের এবং অ্যান্ডারসন ফিলিপ। দুইজনে মিলে দেখেশুনে বেশ পরিক্কতার সঙ্গেই ইনিংস এগিয়ে নিয়ে যান। দেখতে দেখতেই দু'শো রানের গণ্ডি পার করে ফেলে ওয়েস্ট ইন্ডিডজ়। দুইজনে মিলে ৪২ রান যোগ করে ফেলেছেন। লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর আট উইকেটের বিনিময়ে ২১৭ রান। এই দুই তারকা কতদূর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ়কে নিয়ে যেতে পারেন, ফলো অন রোখা যায় কি না, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে। তাঁদের ব্য়াটেই নির্ভরশীল ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস ভাগ্য।




















