IND vs WI 2nd Test: ক্যাচ ধরতে গিয়ে আহত, গোটা দিন ফিল্ডিংই করলেন না, সাই সুদর্শনের চোট কতটা গুরুতর?
Sai Sudharsan: ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের শুরুতে তিনি ব্যাট প্যাডে ফিল্ডিং করছিলেন। সেই সময়ই জন ক্যাম্পবেলের ক্যাচ ধরতে গিয়ে চোট পান সাই সুদর্শন।

নয়াদিল্লি: গতকাল ক্যাচ ধরতে গিয়ে পেয়েছিলেন চোট। দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) তৃতীয় দিনে মাঠেই নামলেন না সাই সুদর্শন (Sai Sudharsan)। তাঁর চোট ঠিক কতটা গুরুতর? তিনি কি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবেন? সমর্থকদের মনে এই প্রশ্নই আপাতত ঘোরাফেরা করছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের শুরুতে তিনি ব্যাট প্যাডে ফিল্ডিং করছিলেন। সেই সময়ই জন ক্যাম্পবেলের ক্যাচ ধরে তাঁকে সাজঘরে ফেরত পাঠান সাই সুদর্শন। তবে আজকে গোটা দিনে মাঠেই দেখা গেল না সুদর্শনকে। রবীন্দ্র জাডেজার বলে সজোরে স্যুইপ মারেন ক্যাম্পবেল। তবে তা গিয়ে সোজা সুদর্শনের গায়ে লাগে। ব্যথা লাগলেও তিনি কোনওরকমে বল আঁকড়ে ধরে রাখেন। মাটিতে বল পড়তে দেননি। বলা ভাল এক্ষেত্রে তিনি বল ধরার বদলে বল তাঁকে ধরে।
তবে গোটা ঘটনায় বেশ আঘাত পান সুদর্শন। সঙ্গে সঙ্গেই মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। এরপর তিনি ফিল্ডিং করতে না নামায়, তাঁর চোট নিয়ে প্রশ্নচিহ্ন আরও দৃঢ় হয়। সুদর্শনের চোট নিয়ে অবশ্য সকলকে আশ্বস্ত করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়, 'ওর চোটটা খুব একটা গুরুতর নয় এবং ও ভালই রয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওকে পর্যবেক্ষণে করছে।'
Unbelievable! 😲
— BCCI (@BCCI) October 11, 2025
Watch Sai Sudharsan holding on to a stunner at short leg 🫡#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @sais_1509
তৃতীয় দিনে ফিল্ডিং না করলেও, বিসিসিআইয়ের এই বিবৃতির পর প্রয়োজনে সুদর্শনের ব্যাটিংয়ে নামতে কোনও সমস্যা হবে না বলে ধরে নেওয়াই যায়।
সিলসের শাস্তি
দলের হাল ভাল নয় টেস্ট সিরিজে। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও বিরাট চাপে ক্যারিবিয়ান শিবির। এর মাঝেই দলের তারকা পেসার জেইডেন সিলস ম্য়াচ ফি'র ২৫ শতাংশ কেটে নেওয়া হল। এছাড়াও এক ডিমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আইসিসির শৃঙ্খলাভঙ্গের জন্য লেভেল ওয়ান অপরাধের শাস্তি পেতে হল ক্যারিবিয়ান পেসারকে।
শুক্রবার ভারতের ব্যাটিংয়ের সময়ে ২৯ তম ওভারে ঘটনাটি হয়। জেডন সিলস বোলিং করছিলেন। ব্য়াটিং করছেন যশস্বী জয়সওয়াল। সেই সময় ফলো থ্রু-তে পাল্টা থ্রো করেন সিলস জয়সওয়ালের দিকে। সেই বলটি তরুণ ভারতীয় ওপেনারের প্যাডে লাগে সেই বল। এরপরই সিলসকে শাস্তি ঘোষণা করল আইসিসি। ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ডিসেম্বরে টেস্ট ম্য়াচে প্রথমবার ডিমেরিট পয়েন্ট কেটেছিল। শাস্তি পেয়েছিলেন ক্যারিবিয়ান পেসার।




















