(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs WI 2nd Test: কোহলির শতরান, হাফসেঞ্চুরি হাঁকালেন জাডেজা, লাঞ্চের বিরতিতে ভারতের স্কোর ৩৭৩/৬
IND vs WI: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতীয় দল ২৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৮৫ রান তুলল।
পোর্ট অফ স্পেন: ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টেরc(IND vs WI 2nd Test) প্রথম সেশন শেষে ভারতের স্কোর ৩৭৩/৬। বিরাট কোহলি (Virat Kohli) ১২১ ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ৬১ রান করে সাজঘরে ফিরেছেন। বর্তমানে ঈশান কিষাণ ১৮ ও আর অশ্বিন ছয় রানে ব্যাট করছেন।
ভারতীয় দলের হয়ে দ্বিতীয় দিনের শুরুটা করেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। প্রথম দিনের শেষে ৮৭ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। সকলেই বিরাটের শতরানে প্রত্যাশায় ছিলেন। সেইমতোই সকলের আশাপূরণ করেন তিনি। পাঁচ বছর পর লাল বলের ক্রিকেটে শতরান হাঁকালেন কোহলি। নিজের কেরিয়ারের ২৯তম টেস্ট শতরান হাঁকিয়ে জন ব্র্যাডম্যানের টেস্ট শতরানের রেকর্ডকে স্পর্শ করলেন তিনি। বেশ ভাল ছন্দেই ব্যাট করছিলেন বিরাট। তবে দুর্ভাগ্যবশত রান আউট হয়েই ১২১ রানে তাঁর ইনিংস সমাপ্ত হয়।
তবে আউট হওয়ার তাঁর আর রবীন্দ্র জাডেজার পঞ্চম উইকেটে ১৫৯ রানের পার্টনারশিপ ভারতের জন্য বড় রান তোলার মঞ্চ গড়ে দেয়। দুই ব্যাটারই গোটা ইনিংস জুড়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ব্যাটিং করছিলেন। কিন্তু যখন বোলাররা বোলিংয়ে তেমন প্রভাব ফেলতে পারছিলেন না, তখনই রান আউটের রূপে সাফল্য আসে। আলজারি জোসেফের ডিরেক্ট হিটে কোহলিকে সাজঘরে ফিরতে হয়। জাডেজাও কোহলি আউট হওয়ার পর বেশিক্ষণ টিক থাকতে পারেননি।
তিনি ৬১ রান করে সাজঘরে ফেরেন। কিমার রোচের বলে হালকা খোঁচা দিয়ে আউট হন জাডেজা। প্রথমে তাঁকে আম্পায়ার নট আউট দিলেও, ডিআরএসের মাধ্যমে সিদ্ধান্ত বদল করা হয়। তবে এই দুই উইকেট ছাড়া ভারতীয় দল প্রথম সেশনে আর কোনও উইকেট হারায়নি। অশ্বিন ও ঈশান কিষাণ তা নিশ্চিত করেন। সেশনে ২৪ ওভারে প্রায় সাড়ে তিন রান প্রতি ওভারে ভারতীয় দল ৮৫ রান যোগ করে। ভারতীয় দল প্রথম ইনিংসে বড় রানের দিকেই অগ্রসর হচ্ছে। অশ্বিন, ঈশান ক্রিজে থাকলে ৪৫০ রানের গণ্ডি পার করতেই পারে টিম ইন্ডিয়া।
That'll be Lunch on Day 2 of the 2nd Test.#TeamIndia 373/6
— BCCI (@BCCI) July 21, 2023
Scorecard - https://t.co/P2NGagSzo5… #WIvIND pic.twitter.com/T1aL1ixGNL
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম