IND vs ZIM 1st T20: শুভমনের নেতৃত্বে আজ নতুন ভারতের পরীক্ষা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
Indian Cricket Team: নতুন টিম ইন্ডিয়া কারণ, ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ ক্রিকেটারই এই সিরিজে দলে নেই।
হারারে: টি-২০ ক্রিকেটে (T20 World Cup 2024) বিশ্বজয়ের পর দিন সাতেকও কাটেনি। ফের টি-২০ ক্রিকেটে নামছে ভারত। প্রতিপক্ষ? জ়িম্বাবোয়ে (IND vs ZIM)। সিকন্দর রাজ়াদের ঘরের মাঠে লড়াই নতুন টিম ইন্ডিয়ার।
নতুন টিম ইন্ডিয়া কারণ, ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ ক্রিকেটারই এই সিরিজে দলে নেই। পরিবর্তে নেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখ। দলের নেতৃত্বের দায়িত্বে শুভমন গিল। যিনি টি-২০ বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে ছিলেন। তবে কোনও ম্যাচে খেলার সুযোগ হয়নি।
এবার তাঁর নেতৃত্বেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। সঙ্গে এক ঝাঁক নতুন মুখ। আইপিএলে যাঁরা নজর কেড়েছিলেন। যেমন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের ব্যাটার আইপিএলে এতটাই সফল ছিলেন যে, অনেকে তাঁকে টি-২০ বিশ্বকাপের দলেও সম্ভাব্য হিসাবে ধরে রেখেছিলেন। যদিও বিশ্বকাপের দরজা খোলেনি অসমের তরুণের সামনে। বরং তিনি নিজে সুযোগ না পেয়ে এতটাই হতাশ ছিলেন যে, জানিয়ে দেন টি-২০ বিশ্বকাপ দেখবেন না। যা নিয়ে বিতর্কও কম হয়নি। রিয়ানের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ।
ঠিক যেমন বিশ্বকাপের দলে থাকলেও কোনও ম্যাচ না খেলা যশস্বী জয়সওয়ালের সামনেও সুযোগ এটা দেখানোর যে, আগামীতে তিনি ভারতীয় ক্রিকেটের ভরসা হয়ে উঠতে পারেন। আইপিএলে দুরন্ত পারফর্ম করা অভিষেক শর্মাও রয়েছেন দলে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে যিনি বিধ্বংসী ব্যাটিং করেছেন গোটা আইপিএলে।
রাহুল দ্রাবিড়ের কোচ হিসাবে মেয়াদ শেষ হয়েছে। নতুন কোচ কে হবেন, তা এখনও ঘোষিত হয়নি। এই সিরিজে কোচ হিসাবে দায়িত্ব নিয়ে গিয়েছেন ভি ভি এস লক্ষ্মণ। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে তাঁর ওপর আস্থার মর্যাদা রক্ষা করার দায়িত্ব লক্ষ্মণেরও।
কাদের ম্যাচ?
টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও জ়িম্বাবোয়ে
কোথায় ম্যাচ?
ভারত বনাম জ়িম্বাবোয়ের প্রথম টি-২০ হবে হারারে স্পোর্টস ক্লাবে
কখন শুরু?
ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল ৪.৩০, টস বিকেল ৪টেয়
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে ভারত বনাম জ়িম্বাবোয়ে সব ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। মোবাইল ফোনে সোনি লিভ (Sony LIV) অ্যাপেও দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
আরও পড়ুন: বাংলা দলে ঋদ্ধিমান, সুদীপ, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন বাদ পড়া ক্রিকেটার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।