IND-W vs SA-W: রিচার লড়াই ছাপিয়ে গেলেন নাদিন, রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা
IND W vs SA W: মহিলাদের টি-২০ বিশ্বকাপের জোরাল ধাক্কা খেল ভারত। প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে গেলেন হরমনপ্রীত কৌররা।

বিশাখাপত্তনম: মহিলাদের টি-২০ বিশ্বকাপের জোরাল ধাক্কা খেল ভারত (IND W vs SA W)। প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে গেলেন হরমনপ্রীত কৌররা। যে ম্যাচ কার্যত ভারতের মুঠো থেকে ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। আরও নিখুঁতভাবে বললেন, নাদিন ডি ক্লার্ক। প্রোটিয়া তারকা ভারতের গ্রাস ছিনিয়ে নিলেন। ৫৪ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ৭ বল বাকি থাকতে ম্যাচ জেতালেন দলকে।
নাটকীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে ২৬ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১০২/৬। মহিলাদের বিশ্বকাপের ম্যাচে তখন জাঁকিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। তবে আট নম্বরে ব্যাট করতে নেমে সব হিসেব নিকেশ বদলে দিয়েছিলেন বাংলার রিচা ঘোষ। ৭৭ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ১১টি চার ও চার ছক্কায় সাজানো রিচার ইনিংস। স্ট্রাইক রেট? ১২২.০৭। প্রথম ৬ বলে কোনও রান করেননি। সপ্তম বলে ক্লো ট্রায়নকে বাউন্ডারি মেরে আগ্রাসী ব্যাটিং শুরু। রিচাকে আর থামাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
৯ নম্বরে ব্যাট করতে নেমে রিচাকে সঙ্গত করেন স্নেহ রানা। ২৪ বলে ৩৩ রান করেন তিনি। প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৫১। ৪৯.৫ ওভারে অল আউট হয়ে যায় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটসকে ফেরান ক্রান্তি গৌড়। ১৯.৪ ওভারে ৮১/৫ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সকলে ধরেই নিয়েছিলেন যে, এখান থেকে ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। লড়াই যেটুকু করার করেছিলেন ওপেনার ও অধিনায়ক লরা উলভার্ট। তিনি ৭০ রান করেন।
South Africa win the match by 3 wickets.#TeamIndia fought hard and will look to bounce back in the next match 👍
— BCCI Women (@BCCIWomen) October 9, 2025
Scorecard ▶️ https://t.co/G5LkyPuC6v#WomenInBlue | #CWC25 | #INDvSA pic.twitter.com/78VvDF1g2I
তবে খেলা ঘোরান ক্লো ট্রায়ন ও নাদিন ডি ক্লার্ক। ৪৯ রান করে ফেরেন ক্লো। ৫৪ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন ক্লার্ক। ৪৯তম ওভারে আমনজ্যোৎ কৌরকে জোড়া ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন ক্লার্ক।




















