India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত ভারতের, রোহিত-গম্ভীরকে প্রশংসায় ভরালেন অশ্বিন
Champions Trophy: টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তিনি মাঠে নামার সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হর্ষিত রানাকে বসিয়ে তাঁকে সুযোগ দেওয়া হয়। আস্থার মর্যাদা রাখেন বরুণ চক্রবর্তী।

দুবাই: টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তিনি মাঠে নামার সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হর্ষিত রানাকে বসিয়ে তাঁকে সুযোগ দেওয়া হয়। ৫ উইকেট তুলে নিয়ে সেই আস্থার মর্যাদা রাখেন বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরাও হন তিনি। তারপর থেকেই চর্চা চলছিল, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে কি বরুণকে খেলানো হবে? নাকি সুযোগ দেওয়া হবে হর্ষিতকে?
ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য বরুণের ওপরই ভরসা রেখেছে। কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনারকে খেলানো হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতীয় দলের যে সিদ্ধান্তে উচ্ছ্বসিত আর অশ্বিন। কিংবদন্তি অফস্পিনার জানিয়ে দিয়েছেন, বরুণকে খেলানোর সিদ্ধান্ত দুর্দান্ত চাল কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার।
অশ্বিনের মতে, আগের ম্যাচে বরুণের ৫ উইকেট শুধু যে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দলের ৪৪ রানে জয়ের ভিত গড়ে দিয়েছিল তাই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে গোটা দলকে আরও ইতিবাচক করে তুলেছিল।
নিজের ইউটিউব চ্যানেলে রোহিত-গম্ভীরদের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন অশ্বিন। বলেছেন, 'আমাকে বলতেই হবে, এটা দারুণ সিদ্ধান্ত। ডারিল মিচেলের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী যে হোমওয়ার্ক করে এসেছিল, তা দারুণ লেগেছে। ওকে স্টেপ আউট করতেই দেয়নি। ও টার্ন বুঝতেই পারেনি। স্টেপ ডাউনও করতে পারেনি। ওর রান করার জায়গাগুলো বন্ধ করে দিয়েছিল ভারত। ওর স্যুইপ ও রিভার্স স্যুইপের জন্য ফিল্ডিং রেখে দিয়েছিল।'
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যে বরুণ তুরুপের তাস হতে পারেন, জানিয়ে দিয়েছেন অশ্বিন। কিংবদন্তি স্পিনারের মতে, দুবাইয়ের পিচ থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। আর বরুণের দক্ষতা রয়েছে ব্যাটারদের বোকা বানানোর। ভারত প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরুণকে ব্যবহার করতে পারে।
অশ্বিন বলেছেন, 'বরুণকে খেলানো মোটেও ঝুঁকি নয়। ওকে একেবারেই বুঝতে পারছে না। এমন নয় যে, ওর বলে ব্যাটারদের ব্যাটের বাইরের দিকে খোঁচা লাগছে। কীসের জন্য ও আলাদা? ওর বল ঘণ্টায় ৮৯ কিলোমিটার গতিতে আসছে না। অবিশ্বাস্য দক্ষতা ওর।'
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেই থাকার কথা নয় বরুণের। তবে টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য শেষ মুহূর্তে যশস্বী জয়সওয়ালের পরিবর্তে তাঁকে দলে নেওয়া হয়। খুব বেশি ওয়ান ডে খেলার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও। তারই পুরস্কার পাচ্ছে ভারতীয় দল।
আরও পড়ুন: আইপিএলে কেকেআরের অধিনায়ক কে? ঘোষণা হয়ে গেল, চমক শাহরুখের দলের




















