IND vs AUS: 'শুরু থেকেই ওঁকে চেপে ধরো..', বিরাটকে আটকাতে কামিন্স, স্টার্কদের পরামর্শ ম্য়াকগ্রার
Mcgrath On Virat: টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটিং লাইন আপের বিশাল স্তম্ভ বিরাট কোহলি। কিন্তু সাম্প্রতিক সময়ে একেবারেই এই ফর্ম্য়াটে রান নেই কোহলির ব্য়াটে।
মেলবোর্ন: গোটা বছরে একেবারেই নিজের চেনা মেজাজের ধারেকাছে নেই তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে একটি মাত্র অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। বিরাটের কাছে আসন্ন বর্ডার গাওস্কর ট্রফির রীতিমত অগ্নিপরীক্ষা হতে চলেছে। এই পরিস্থিতিতে মানসিকভাবেও যে কিং কোহলি কিছুটা চাপে আছেন, তা ভালমতই জানেন অজিরা। আর সেই ফায়দাই অজি পেসারদের নিতে পরামর্শ দিচ্ছেন গ্লেন ম্য়াকগ্রা।
ফক্স ক্রিকেটে এক সাক্ষাৎকারে ম্য়াকগ্রা বলেন, ''এটা নিশ্চিত যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের পর অবশ্যই চাপে থাকবে ভারতীয় দল। এমনকী বিরাট নিজেও চাপে থাকবে, কারণ ও নিজেও রানের মধ্যে নেই একদমই। তাই আমি অজি পেসারদের একটা কথাই বলব, যত পার বিরাটের ওপর চাপ তৈরি করো।''
টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটিং লাইন আপের বিশাল স্তম্ভ বিরাট কোহলি। কিন্তু সাম্প্রতিক সময়ে একেবারেই এই ফর্ম্য়াটে রান নেই কোহলির ব্য়াটে। চলতি বছর ৬ টেস্টে মাত্র ২২.৭২ গড়ে ব্যাটিং করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথম টেস্টে রোহিত শর্মা আদৌ খেলবেন কি না নিশ্চিত নয়। শুভমন গিল চোটের জন্য পারথ ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে ৩৬ বছরের অভিজ্ঞ ব্যাটার চাপে থাকবেন।
অস্ট্রেলিয়ার মাটিতে চারবার সফর করেছেন কোহলি। ক্যাঙ্গারুদের দেশে ব্যাট হাতে ৫৪.০৮ গড়ে ব্যাটিং করেছেন। ৫৪ বছরের প্রাক্তন বিশ্বজয়ী অজি বোলার বলছেন, ''যদি কামিন্স ও স্টার্করা বিরাটকে বারবার আক্রমণ করে, সেক্ষেত্রে চাপে পড়ে যাবে কোহলি। আর তখনই মাথা গরম করে ভুল শট খেলতে উদ্যত হবে, ভুল সিদ্ধান্ত নেবে।''
১৯৯৩-২০০৭ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নিয়েছিলেন ম্য়াকগ্রা। তিনি বলছেন, ''আমার মনে হয় বর্ডার গাওস্কর ট্রফির শুরুতে কয়েকটি ইনিংসে রান না পেলে কোহলি নিজেই চাপে পড়বে। আমার মনে হয় কোহলি একজন আবেগপ্রবণ ক্রিকেটার। ও যখন ফর্মে থাকে, তখন রান পেতেই থাকে ক্রমাগত। আর যখন খারাপ ফর্মে থাকে, তখন সেই রেশ চলতেই থাকে।''
২০১১ সালে তাঁর অভিষেকের পর এক বছরে তাঁর ব্যাটিং গড় এত নীচে কোনওদিনও নামেনি। এক দশক পর প্রথমবার আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম ২০-র বাইরে ছিটকে গিয়েছেন। নিঃসন্দেহেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন কোহলি।
আরও পড়ুন: রোহিতের সঙ্গে একই বিমানে কি অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন শামি?