Ajinkya Rahane: ''বিপদের সময়ে বারবার রান করেছি..'', অজি সফরের আগে নির্বাচকদের কী ইঙ্গিত দিলেন রাহানে?
Indian Cricket Team: তবে ভারতীয় ক্রিকেট দলের একসময়ের টেস্টের নির্ভরযোগ্য ব্যাটার মনে করেন দল যখনই বিপদে পড়েছে, তাঁর ব্যাট তখন কথা বলেছে।
মুম্বই: দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের বাইরে তিনি। নির্বাচকদের ভাবনাচিন্তার মধ্যেও তিনি রয়েছেন বলে মনে হয় না। এমনকী কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজে হারের পর চেতেশ্বর পূজারাকে আলোচনা হলেও রাহানেকে নিয়ে কোনও শব্দ খরচ হয়নি। এটুকু মোটমুটি নিশ্চিত যে বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) জন্য রাহানেকে ভাবছেন না নির্বাচকমণ্ডলী। তবে ভারতীয় ক্রিকেট দলের একসময়ের টেস্টের নির্ভরযোগ্য ব্যাটার মনে করেন দল যখনই বিপদে পড়েছে, তাঁর ব্যাট তখন কথা বলেছে। আর এই ক্ষেত্রে ওয়াংখেড়ের চ্যালেঞ্জিং পিচে অনুশীল যে তাঁকে অনেকাংশ সাহায্য করেছে, তা জানিয়েছেন রাহানে।
দেশের জার্সিতে ৮৫টি টেস্ট খেলেছেন রাহানে। ডানহাতি এই ব্য়াটার এখনও পর্যন্ত ৫০৭৭ রান করেছেন এই ফর্ম্য়াটে এখনও পর্যন্ত। টেস্টে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান রয়েছেন রাহানের ঝুলিতে। বিদেশের মাটিতে আটটি শতরান হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার। তার মধ্যে উল্লেখযোগ্য ২০২০-২১ মরশুমে বর্ডার গাওস্কর ট্রফিতে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে শতরান। সেই ম্য়াচে রাহানের শতরানের সৌজন্যেই ভারত জয় ছিনিয়ে নেয়।
কিন্তু বারবার ধারাবাহিকতার অভাবের জন্য দল থেকে বাদ পড়তে হয়েছে রাহানেকে। মুম্বইকর বলছেন, ''আমি চ্যালেঞ্জ নিতে ভালবাসি। যখনই ভারতের স্কোর ৩০/৩, 20/৩ অথবা ৫০/৩ হয়েছে, দলের প্রয়োজনে আমি রান করেছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। পুরো কেরিয়ারে আমি কঠিন পরিস্থিতিতে বারবার রান করে এসেছি। বাউন্সি পিচে ব্যাটিং করা আমি বরাবর উপভোগ করেছি।''
২০২৪-২৫ মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই শিবিরকে নেতৃত্বে দিয়েছিলেন রাহানে। ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও বঢোদরার বিরুদ্ধে ২৯ ও ১২ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩১ রানের ইনিংস খেলেছিলেন।
এদিকে, বর্ডার গাওস্কর ট্রফির মাঠের লড়াই শুরুর আগেই বাইরের লড়াই যেন শুরু। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সাফ জানিয়ে দিচ্ছেন, আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজে হেরে গিয়ে এমনিতেই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়ে নিজেদের ওপর চাপ বাড়িয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ পরাজয় মানে ভারতের ফাইনালে খেলার স্বপ্ন সঙ্কটাপন্ন হয়ে যাবে। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ভারত। তবে আর ২-১টি টেস্টে হারলেই প্রথম দুইয়ের নীচে নেমে যাবে।