Jasprit Bumrah: 'বুমরা না থাকলে একপেশে সিরিজ হতো', ভারতীয় শিবিরের জ্বালা বাড়ালেন ম্যাকগ্রা
India vs Australia: কিংবদন্তি ম্যাকগ্রা এবার প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতেরই এক পেসারকে। বিরল এমন সার্টিফিকেট অর্জন করে নিলেন যিনি, চলতি ট্রফিতে তিনিই ভারতীয় বোলিংয়ের সেরা মুখ। যশপ্রীত বুমরা।
সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথে বারবার ঘুরে ফিরে আসে তাঁর নাম । ভারতের বিরুদ্ধে যে কোনও সিরিজের আগে মনস্ত্বাত্তিক যুদ্ধের দামামা বাজাতেন তিনি। দিতেন 'চিন মিউজ়িক' শোনানোর হুমকি। যার অর্থ, অস্ট্রেলীয় পেসাররা এমন বল করবেন যে ভারতীয় ব্যাটারদের 'চিন' অর্থাৎ থুতনির পাশ দিয়ে সাঁ সাঁ আওয়াজ করে বেরিয়ে যাবে ।
কিংবদন্তি সেই গ্লেন ম্যাকগ্রা এবার প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতেরই এক পেসারকে। বিরল এমন সার্টিফিকেট অর্জন করে নিলেন যিনি, চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে তিনিই ভারতীয় বোলিংয়ের সেরা মুখ। যশপ্রীত বুমরা। চলতি সিরিজে ৪ টেস্টে ৩০ উইকেট নিয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি বুমরাই। তাঁর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স। যিনি বুমরার চেয়ে ১০ উইকেট পিছিয়ে ।
বুমরার বোলিং দেখে উচ্ছ্বসিত ম্যাকগ্রা । বলেছেন, 'ও ভারতীয় দলের বিরাট এক সদস্য। অসাধারণ তরুণ । সব পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার দুর্দান্ত ক্ষমতা। শেষ কয়েকটা স্টেপে যে শক্তি প্রয়োগ করে, অবিশ্বাস্য ।'
আরও পড়ুন: প্রদীপ্ত-সায়নের দুরন্ত লড়াইয়ে বিজয় হাজারে ট্রফিতে রুদ্ধশ্বাস ম্যাচে কেরলকে হারাল বাংলা
তারপরই ভারতীয় দলকে খোঁচা দিয়েছেন ম্য়াকগ্রা। বলেছেন, 'ওকে ছাড়া এই সিরিজ আরও একপেশে হয়ে পড়ত।' বুমরার সঙ্গে নিজের মিলও খুঁজে পেয়েছেন ম্যাকগ্রা। যিনি নিজে বিখ্যাত ছিলেন অভ্রান্ত লক্ষ্যে নিখুঁত নিশানায় একটানা বল করে যাওয়ার দক্ষতার জন্য। ম্যাকগ্রা বলেছেন, 'আমার মতোই ওরও কিছুটা হাইপারএক্সটেনশন রয়েছে । ও সেটা নিয়েই খেলছে এবং বল দুদিকেই অসম্ভব নিয়ন্ত্রণের সঙ্গে স্যুইং করাচ্ছে । আশা করছি ভারতীয় শিবির ওকে ভালভাবে সামলাচ্ছে। আমি যশপ্রীত বুমরার বিরাট বড় ভক্ত হয়ে গিয়েছি ।'
বল হাতে দুর্দান্ত একটা বছর কাটছে বুমরার । ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়ে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি । ২৬ ইনিংসে ৫ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন । টেস্টে দুশোর বেশি উইকেট নিয়েছেন, এরকম বোলারদের মধ্যে বুমরার বোলিং গড়ই সবচেয়ে ভাল ।
আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।