Ashwin Record: কুম্বলের রেকর্ড ভেঙে বিরল কীর্তি গড়লেন অশ্বিন, সামনে শুধু মুরলীধরন
India vs Bangladesh: এশিয়ার মাটিতে টেস্টে সফলতম ভারতীয় বোলার এখন অশ্বিনই। এশিয়ার মাটিতে আর কোনও ভারতীয় বোলারের এত টেস্ট উইকেট নেই।
কানপুর: বল হাতে একের পর এক কীর্তি গড়ে চলেছেন আর অশ্বিন। এবার ভেঙে দিলেন অনিল কুম্বলের (Anil Kumble) রেকর্ড।
কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন একটি উইকেট নিয়েছেন অশ্বিন (R Ashwin)। সঙ্গে সঙ্গেি তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি কুম্বলের নজির।
এশিয়ার মাটিতে টেস্টে সফলতম ভারতীয় বোলার এখন অশ্বিনই। এশিয়ার মাটিতে আর কোনও ভারতীয় বোলারের এত টেস্ট উইকেট নেই।
শুক্রবার কানপুরে (Kanpur Test) ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটাল বৃষ্টি। আগে থেকেই আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস ছিল। মন্দ আবহাওয়ার জন্য মাত্র ৩৫ ওভার ম্যাচ করা গেল প্রথম দিন। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর ১০৭/৩।
এদিন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto) ফেরান অশ্বিন। সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই এশিয়া উপমহাদেশে ৪২০ উইকেট হয়ে গেল অশ্বিনের। এশিয়া উপমহাদেশে ৪১৯টি উইকেট রয়েছে অনিল কুম্বলের। সেই কীর্তি পেরিয়ে নতুন মাইলফলক গড়লেন অশ্বিন।
আরও পড়ুন: অসুস্থ, নাকি মারধর করা হয়েছে? বাংলাদেশের ক্রিকেট ভক্তকে নিয়ে ধুন্ধুমার কানপুরে
তবে এশিয়ার মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের। এশিয়ার মাটিতে ৬১২ উইকেট রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন অশ্বিন। অনিল কুম্বলে ৪১৯ উইকেট নিয়ে রয়েছেন তালিকার তিন নম্বরে। এই তালিকায় চার নম্বরে রয়েছেন রঙ্গনা হেরাথ। এশিয়ার মাটিতে ৩৫৪ উইকেট রয়েছে তাঁর। তালিকায় পাঁচ নম্বরে হরভজন সিংহ। এশিয়ায় টেস্টে ৩০০ উইকেট রয়েছে ভাজ্জির।
L.B.W!
— BCCI (@BCCI) September 27, 2024
The Bangladesh Captain departs as @ashwinravi99 strikes soon after Lunch!
Live - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/13ZhY7pIyy
এশিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট উইকেট
মুথাইয়া মুরলীধরন - ৬১২
আর অশ্বিন - ৪২০
অনিল কুম্বলে - ৪১৯
রঙ্গনা হেরাথ - ৩৫৪
হরভজন সিংহ - ৩০০
আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভারে বল হাতে নায়ক, কলকাতার পেসারের দাপটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।