Shubman Gill: চেন্নাইয়ে মাঠে বসে ছেলের সেঞ্চুরি দেখে চোখে জল শুভমন গিলের বাবার
India vs Bangladesh: শনিবার ১৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল। ঋষভ পন্থের সঙ্গে যুগলবন্দিতে তিনি বাংলাদেশকে কোণঠাসা করে দেন। শেষ পর্যন্ত ১১৯ রানে অপরাজিত থাকেন গিল।
চেন্নাই: ছেলের প্রথম কোচ তিনি। তাঁর হাতেই ছেলের ক্রিকেটে হাতেখড়ি। সেই ছেলেকেই যখন চোখের সামনে টেস্ট সেঞ্চুরি করতে দেখছেন, আবেগ কব্জা করবে বৈকি!
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের গ্যালারিতে বসে শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরি দেখে চোখ চিকচিক করে উঠল লখবিন্দর গিলেরও। যিনি শুধু শুভমনের বাবাই নন, প্রথম কোচও।
সম্প্রতি ছন্দে ছিলেন না। সমালোচনাও শুরু হয়েছিল। চিপক স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৮ বল খেলে কোনও রান না করে ফিরেছিলেন। তবে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১১৯ রানের ইনিংস খেলে সকলের মুখ বন্ধ করে দিলেন শুভমন। সেঞ্চুরির পর পরিচিত কায়দায় হেলমেট খুলে মাথা নত করে কুর্নিশ করেন শুভমন।
শনিবার ১৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল। ঋষভ পন্থের সঙ্গে যুগলবন্দিতে তিনি বাংলাদেশকে কোণঠাসা করে দেন। শেষ পর্যন্ত ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় টিম ইন্ডিয়া।
View this post on Instagram
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন লখবিন্দর গিল। তাঁরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারত আর্মি (Bharat Army)। সেখানে লখবিন্দরকে দেখা যাচ্ছে শুভমনের সেঞ্চুরি পূর্ণ হতেই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। গর্বিত বাবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা