Mahmudullah Riyad: বাংলাদেশের টি-টোয়েন্টি দল এবার পঞ্চপাণ্ডব-হীন, আচমকাই অবসর ঘোষণা মাহমুদুল্লাহর
IND vs BAN T20 Series: পঞ্চপাণ্ডবের শেষ মাহমুদুল্লাহও সরলেন কুড়ির ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দল যেমন হেরেছে, তেমনই রান পাননি মাহমুদুল্লাহ।
![Mahmudullah Riyad: বাংলাদেশের টি-টোয়েন্টি দল এবার পঞ্চপাণ্ডব-হীন, আচমকাই অবসর ঘোষণা মাহমুদুল্লাহর india vs bangladesh t20 series mahmudullah to retire from t20 after India series full story Mahmudullah Riyad: বাংলাদেশের টি-টোয়েন্টি দল এবার পঞ্চপাণ্ডব-হীন, আচমকাই অবসর ঘোষণা মাহমুদুল্লাহর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/08/f5b6a6efe3b6873421e851083030c2681728394572396206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পরই কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন এই বর্ষীয়াণ ক্রিকেটার। আগেই একে একে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন মাশরাফি, তামিম, মুশফিক, শাকিব। এবার পঞ্চপাণ্ডবের শেষ মাহমুদুল্লাহও সরলেন কুড়ির ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দল যেমন হেরেছে, তেমনই রান পাননি মাহমুদুল্লাহ। ৩৮ বছর বয়সি এই মিডল অর্ডার ব্যাটার জানিয়েছেন ওয়ান ডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।
আগামী ৯ অক্টোবর দ্বিতীয় টি-টােয়েন্টি ম্য়াচের আগে মাহমুদুল্লাহ বলেন, "আমি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার পরিবার, আমাদের কোচ, অধিনায়কের সঙ্গেও কথা বলেছিলাম আগেই। এছাড়াও প্রধান নির্বাচক ও বোর্ড সভাপতিকেও নিজের ভাবনার কথা জানিয়েছিলাম। আমি ভারতের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্য়াচের পরই এই ফর্ম্য়াটকে বিদায় জানাচ্ছি। তবে ওয়ান ডে ফর্ম্য়াটের খেলায় মনোনিবেশ করতে চাই শুধু।''
তিন বছর আগে মাহমুদুল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ের কথা ঘোষণা করেছিলেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২০২২-২০২৩ মরশুমে ম্য়াচ খেলার সুযোগ পাননি সেভাবে। প্রায় ২৭টি ম্য়াচে খেলতে পারেননি। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রান করেছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপেও একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি।
এই ফর্ম্য়াটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। অবসর যখন নেবেন তখন তিনি যুগ্মভাবে তৃতীয় সর্বাধিক টি-টোয়েন্টি ম্য়াচ খেলা ক্রিকেটার হবেন। এখনও পর্যন্ত ১৩৯টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন মাহমুদুল্লাহ। যখন কেরিয়ার শেষ করবেন তখন নামের পাশে থাকবে ১৪১টি টি-টােয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় সর্বাধিক রানের মালিকও মাহমুদুল্লাহই। তাঁর আগে শুধু রয়েছেন শাকিব আল হাসান। উল্লেখ্য, গ্বালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমারের নেতৃত্বে তরুণ ভারতীয় দলের বিরুদ্ধে সিরিজে হার দিয়েো অভিযান শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে আগামীকাল ৯ অক্টোর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হবে। সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ হবে আগামী ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)