TMC News: মাধ্যমিকের সময়ে মাইক বাজিয়ে রক্তদান শিবির, বিতর্কের জেরে ক্ষমা চান TMC নেতা
ABP Ananda LIVE : মাধ্যমিকের সময়ে মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির। ডোমজুড়ের কেশবপুরের ঘটনা। রক্তদান শিবির ঘিরে বিতর্ক। মঞ্চে ছিলেন রুদ্রপুরের পঞ্চায়েত প্রধান। বিতর্কের জেরে ক্ষমা চান তিনি।
এদিন নিয়োগের দাবিতে পথে নামেন ২০২২-এর টেট উত্তীর্ণরা । সেখানে তাঁরা আলাদাভাবে চপ ভাজার আয়োজন করেন। প্রতীকী বেকার মেলা করেন তাঁরা। একাধিক স্টলে চপ ভাজার সরঞ্জামই শুধু নয়, তা তৈরি করতেও দেখা যায়। তাঁদের বক্তব্য, ২০২২-এ তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। তাঁরা আদালতেও গিয়েছিলেন। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কোনও মাইক ব্যবহার বা এই জাতীয় কোনও বিশেষ কর্মসূচিতে না গিয়ে, আদালতের অনুমতির ভিত্তিতে তাঁরা ইন্দিরা ভবনের সামনে কর্মসূচি পালন করেন। তাঁদের ইচ্ছা ছিল, এটা তাঁরা বিকাশ ভবনে করবেন। কিন্তু, এখন তাঁরা সেই অনুমতি পাননি। তাই ইন্দিরা ভবনের সামনে অনুমতির ভিত্তিতে কর্মসূচি পালন করেন।


















