Newtown News: টোটোচালকের হাতে এক স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতি, প্রশ্ন নিরাপত্তার
ABP Ananda Live: ঝাঁ চকচকে শহর। নিকাশি থেকে বিদ্য়ুৎ, সবেতেই অত্য়াধুনিক প্রযুক্তি ছাপ। রয়েছে গুরুত্বপূর্ণ পুলিশ কমিশনারেটও। কিন্তু টোটোচালকের হাতে এক স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতির পর এ হেন নিউটাউনের নিরাপত্তা নিয়েই তুলে দিয়েছে বড়সড় প্রশ্ন। দেহ উদ্ধারের দুদিনের মাথায় অভিযুক্ত ধরা পড়েছে বটে, কিন্তু তাতে আইনশৃঙ্খলার প্রশ্নটা এতটুুকুও কমজোরি হয়ে যায় না।
এদিন নিয়োগের দাবিতে পথে নামেন ২০২২-এর টেট উত্তীর্ণরা । সেখানে তাঁরা আলাদাভাবে চপ ভাজার আয়োজন করেন। প্রতীকী বেকার মেলা করেন তাঁরা। একাধিক স্টলে চপ ভাজার সরঞ্জামই শুধু নয়, তা তৈরি করতেও দেখা যায়। তাঁদের বক্তব্য, ২০২২-এ তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। তাঁরা আদালতেও গিয়েছিলেন। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কোনও মাইক ব্যবহার বা এই জাতীয় কোনও বিশেষ কর্মসূচিতে না গিয়ে, আদালতের অনুমতির ভিত্তিতে তাঁরা ইন্দিরা ভবনের সামনে কর্মসূচি পালন করেন। তাঁদের ইচ্ছা ছিল, এটা তাঁরা বিকাশ ভবনে করবেন। কিন্তু, এখন তাঁরা সেই অনুমতি পাননি। তাই ইন্দিরা ভবনের সামনে অনুমতির ভিত্তিতে কর্মসূচি পালন করেন।


















