India vs England: শুরুতে এক মিনিটের নীরবতা, লিডসে পঞ্চম দিন কেন ভারত-ইংল্যান্ড কালো আর্মব্যান্ড পরে নেমেছে?
ENG vs IND 1st Test: ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় দুই দলেরই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার কারণ ব্যাখা করা হয়।

লিডস: হেডিংলেতে এক হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের (ENG vs IND 1st Test) চার দিন এবং পঞ্চম দিনের এক সেশন চলে গেলেও, এখনও পুরোপুরি কারুরই দিকে পাল্লা ভারি নয়। ম্যাচে তিন ফলাফলই সম্ভব। তাই ক্রিকেটপ্রেমীরা মনযোগ দিয়ে এই টানটান ম্যাচের দিকে নজর রেখেছে। দুই দল যে আজকের দিনে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে, সেই বিষয়টাও নিশ্চয়ই ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এড়ায়নি। কিন্তু কী কারণে তাঁরা কালো আর্মব্যান্ড পরেছেন আজ?
আপাতত ইংল্যান্ডের মাটিতেই ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলছে। সেই ইংল্যান্ডের মাটিতেই সোমবার প্রয়াত হয়েছেন এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি দিলীপ দোশি। তারকা স্পিনারের মৃত্যুতে শোকজ্ঞাপন করতে এবং তাঁকে শ্রদ্ধার্ঘ্য় জানাতেই আজ দুই দলই মাঠে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে। ভারতীয় বোর্ডের তরফে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয়, 'দুই দলই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশি (Dilip Doshi), যিনি সোমবার প্রয়াত হয়েছেন, তাঁর স্মৃতিতে কালো আর্মব্যান্ড পরেছে। দুই দলই পঞ্চম দিনের খেলা শুরুর আগে এক মিনিটের নীরবতাও পালন করে।'
Both teams are wearing black armbands today in memory of former Indian cricketer Dilip Doshi, who passed away on Monday.
— BCCI (@BCCI) June 24, 2025
The teams also observed a minute's silence before the start of Day 5. pic.twitter.com/1npOAo4ihp
বাঁহাতি স্পিনার দিলীপ দোশি ভারতের হয়ে ৩৩টি টেস্ট ম্যাচ ও ১৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ১৯৭৯ থেকে ১৯৮৩ পর্যন্ত- প্রায় পাঁচ বছর বিস্তৃত ছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। ৩৩টি টেস্ট ম্যাচে ১১৪টি উইকেট নিয়েছেন দিলীপ দোশি। সীমিত ওভারের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে দিলীপের। সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটারের। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দিলীপ দোশি ভারতের হয়ে খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়েও খেলেছিলেন।
এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রর হয়ে খেলেছেন দিলীপ। কাউন্টি ক্রিকেটে খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৮৯৮ উইকেট রয়েছে দিলীপের দখলে। বর্তমানে প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি স্পিনার কিন্তু ইংল্যান্ডেই থাকতেন। সেখানেই তাঁর জীবনাবসান হয়। দিলীপ দোশির মৃত্যুতে শোকের আবহ গোটা ক্রিকেটবিশ্বে।




















