India vs England 2nd Test: 'এমন ভুল কর না যাতে ম্যাচই ফস্কে যায়', দ্বিতীয় টেস্টের আগে সতর্ক ভারতীয় অধিনায়ক গিল
Shubman Gill: শুভমন গিলের দাবি প্রথম টেস্টে ৩৭১ রানের পুঁজি নিয়ে ভারতীয় দল হারলেও, বোলাররা ভাল, ধারাবাহিক বোলিং করেছেন।

বার্মিংহাম: হেডিংলেতে উভয় ইনিংসেই ব্যাটারদের দৌলতে বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। তবে তারপর দুই ইনিংসেই লোয়ার মিডল অর্ডারে ধস, সাধারণ বোলিং এবং অসংখ্য ক্যাচ মিস করে শেষমেশ হারতেই হয়েছে ভারতীয় দলকে। দ্বিতীয় টেস্টের আগে শুভমন গিলের মুখে প্রথম টেস্টের ভুলগুলিই উঠে এল।
ভারতীয় অধিনায়কের মতে টিম ইন্ডিয়া বেশ কয়েকটি সময় ভাল খেলেছে, কিন্তু যে সময়টা ভাল খেলতে পারেনি, সেটা অত্যন্ত খারাপ খেলায় প্রথম টেস্টে হারতে হয়। দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমরা কিছু কিছু মুহূর্তে বেশ ভাল খেলেছিলাম। কিন্তু যেগুলিতে খারাপ খেলি, সে সময় অত্যন্ত খারাপ খেলি। এমন এক দলের বিরুদ্ধে খেলতে গেলে আমরা সঠিক কাজগুলি করছি কি না, সেটা খেয়াল রাখতে হয়। পাশাপশি খেয়াল রাখতে হবে যে ভুলগুলি এত বড়ও যেন না হয় যে ম্যাচই ফস্কে যায়।'
গিলের দাবি ডিউকস বলে প্রথমে উইকেট না নিলে পরে পুরনো বলে রান করা খুব সহজ হয়ে যায় যেটা প্রথম টেস্টে হয়েছিল। তাঁর দাবি, 'আমরা তো দেখেইছি যে ডিউকস বল যত পুরনো হয়, রান করা তত সহজ হয়ে যায়। উইকেট না নিলে রান আটকানোটা খুবই কঠিন। আমরা ভাল বল করেছি, ধারাবাহিকতাও দেখিয়েছি। কিন্তু ওই উইকেট নেওয়ার ব্যর্থতার ফলে আমরা তেমন সুযোগ পেলাম না।'
প্রথম টেস্টে ভারতীয় দল প্রচুর ক্য়াচ মিস করে। যশস্বী জয়সওয়ালই রেকর্ড চারটি ক্যাচ ছাড়েন। দলের খারাপ ফিল্ডিংয়ের মাশুল যে হার দিয়ে গুনতে হয়েছে, সেটা কার্যত মেনেই নিচ্ছেন গিল। 'গোটা ম্যাচেই আমরা ক্যাচ ফেলেছি। বোলাররা সুযোগ তৈরি করার পরেও যদি নিরন্তর ক্যাচ পড়ে, তাহলে তো খুবই মুশকিল হয়ে যায়। তবে হ্যাঁ, গত ম্যাচে আমাদের জন্য অনেক ইতিবাচক দিকও ছিল।' বলেন তিনি।
প্রথম টেস্টে হারের পর এজবাস্টনে দ্বিতীয় টেস্টে যে গিল এবং তাঁর সহযোদ্ধাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য। বিশেষ করে এই মাঠে ভারতীয় দলের অতীত রেকর্ড ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড়াচ্ছে। এজবাস্টনে বিগত ৬৮ বছরে ভারতীয় দল মোট আট টেস্ট ম্যাচ খেলেছে, যার সাতটিতেই পরাজিত হয়েছে। টেস্টে এই মাঠে টিম ইন্ডিয়ার জয়ের ভাঁড়ার শূন্য। তাই সিরিজ়ে সমতায় ফিরতে হলে গিলের নেতৃত্বাধীন দলকে সেই কাজ করতে হবে, যা এর আগে কোনও ভারতীয় দল পারেনি। চ্যালেঞ্জটা নিঃসন্দেহে কঠিন, সাফল্য আসে কি না, এবার সেটাই দেখার।




















