India vs England: চিন্তা বাড়ল ভারতের, দ্বিতীয় টেস্টের দলে এক্সপ্রেস গতির ফাস্টবোলারকে ডেকে নিল ইংল্যান্ড
Jofra Archer: দ্বিতীয় টেস্টের দলে এক্সপ্রেস গতির ফাস্টবোলারকে দলে ডেকে নিল ইংল্যান্ড। বল হাতে যিনি ভারতের আতঙ্ক হয়ে উঠতে পারেন।

এজবাস্টন: প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে এমনিতেই চাপে রয়েছে ভারত (India vs England) । পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে ভারত । এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে চিন্তা বাড়ল ভারতের ।
কারণ, দ্বিতীয় টেস্টের দলে এক্সপ্রেস গতির ফাস্টবোলারকে দলে ডেকে নিল ইংল্যান্ড । বল হাতে যিনি ভারতের আতঙ্ক হয়ে উঠতে পারেন । ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন । গতির সঙ্গে বাউন্স ও স্যুইংয়ের মিশেলে ভয়াবহ হয়ে উঠতে পারেন ।
তিনি, জোফ্রা আর্চার । ২০২১ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আর্চার । নির্বাচক লিউক রাইট আগেই জানিয়েছিলেন সাসেক্সের বিরুদ্ধে চার দিনের ম্যাচটা যদি আর্চার খেলতে পারেন, তাহলে ওঁর নাম দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে । ফিট হয়ে উঠেছেন আর্চার । চার বছর পর লাল বলের ক্রিকেট খেলেছেন তিনি । রবিবার থেকে সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নেমেছিলেন জোফ্রা আর্চার । ১৮ ওভার বল করেছেন সেই ম্যাচে । ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ।
ইংল্যান্ডের থিঙ্ক ট্যাঙ্ক আর্চারকে এজবাস্টন টেস্টে খেলানোর কথা ভাবছে । কিন্তু দেশের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, চোটপ্রবণ আর্চারকে ফেরানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল । তবে আর্চারকে দলে ডেকে নেওয়ায় এজবাস্টনে তিনি যে খেলবেন, কার্যত নিশ্চিত । ২ জুলাই থেকে শুরু হবে এজবাস্টন টেস্ট ।
Jofra Archer is 𝑩𝑨𝑪𝑲 🔥
— England Cricket (@englandcricket) June 26, 2025
Our squad to take on India in the second Test has just dropped 📋👇
ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল:
বেন স্টোকস (অধিনায়ক), জোফ্রা আর্চার, শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং ও ক্রিস ওকস ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ সালে অ্যাশেজের পাশাপাশি ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর্চারের। কিন্তু ২০২০ সাল থেকেই বারবার চোটের কবলে পড়েছেন তিনি। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে। চোটপ্রবণ হয়ে পড়ার জন্যই তাঁকে ধারাবাহিকভাবে ক্রিকেট মাঠে দেখতে পাওয়া যাচ্ছে না।
Goodbye Leeds 👋
— BCCI (@BCCI) June 26, 2025
Hello Birmingham 📍#TeamIndia | #ENGvIND pic.twitter.com/iAJ5gSmCgc




















