India vs England: দুই উইকেট শার্দুলের, জোড়া সাফল্য পেলেন প্রসিদ্ধও, চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২৬৯/৪
ENG vs IND: ইংল্যান্ড চার উইকেট হারালেও পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে মোট ১৫২ রান যোগ করে ইংল্যান্ড।

লিডস: ভারতের বিরুদ্ধে (India vs England) প্রথম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনটা সম্পূর্ণভাবেই ইংল্যান্ডের দখলে গিয়েছিল। কোনও উইকেট না হারিয়েই ইংল্যান্ড ৯৬ রান যোগ করেছিলেন প্রথম সেশনে। দ্বিতীয় সেশনেও বেন ডাকেটের দৌলতে ইংল্যান্ড তড়তড়িয়ে এগোচ্ছিল। দ্বিতীয় সেশন শেষে তাঁরাই এখনও ম্য়াচে এগিয়ে। তবে এই সেশনে ভারতীয় দল চার উইকেট তুলে নিয়ে ম্য়াচে সামান্য হলেও জয়ের আশা জিইয়ে রাখল।
দ্বিতীয় সেশনে খানিকটা সময় বৃষ্টির জন্য় নষ্ট হয়। তার আগে পর্যন্ত ইংল্যান্ডই ম্যাচ শাসন করছিল। ডাকেট মাত্র ১২১ বলে নিজের শতরানও পূরণ করে ফেলেন। তবে বৃষ্টির পরেই প্রথম সাফল্য় পায় ভারত। টিম ইন্ডিয়াকে প্রথম উইকেট এনে দেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। গোটা ম্য়াচ জুড়েই তাঁর ইকোনমি নিয়ে বেশ সমালোচনা হয়েছে। প্রচুর রান খরচ করেছেন প্রসিদ্ধ। তবে তাঁর বলেই ৬৫ রানে সাজঘরে ফেরেন জ্যাক ক্রলি। স্লিপে বেশ ভাল ক্যাচ ধরেন কেএল রাহুল।
এরপরে দুরন্ত এক ইনস্যুইং বলে অলি পোপকে আট রানে সাজঘরে ফেরান প্রসিদ্ধ। তবে ইংল্যান্ড দুই উইকেট হারালেও ডাকেটের দৌলতে কিন্তু তাঁদের রানের গতি বজায় ছিল। অবশেষে ১৫০ রানের দোরগোড়ায় ইংরেজ ওপেনারকে ফেরান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। কভারে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ ধরেন নীতীশ কুমার রেড্ডি। ১৪৯ রানে থামে ডাকেটের স্মরণীয় ইনিংস। ঠিক তার পরের বলেই প্রথম ইনিংসে ৯৯ রানে আউট হওয়া হ্যারি ব্রুককে আউট করেন শার্দুল। খাতাই খুলতে পারেননি তিনি।
Early Tea Break taken on Day 5, courtesy rain!
— BCCI (@BCCI) June 24, 2025
4⃣ wickets for #TeamIndia in the Second Session! 👏 👏
An interesting Final Session of the first Test coming up soon! ⌛️
Updates ▶️ https://t.co/CuzAEnBkyu#ENGvIND pic.twitter.com/lRD6psC4vW
বর্তমানে ক্রিজে ইংল্যান্ডের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার জো রুট ১৪ ও বেন স্টোকস ১৩ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। জয়ের জন্য ভারতের আরও ছয় উইকেট নিতে হবে, ইংল্যান্ডের প্রয়োজন ১০২ রান। বৃষ্টির জন্য খেলা থামায় চা পানের বিরতি নির্ধারিত সময়ের আগেই নিয়ে নেওয়া হয়। এখনও কিন্তু ৩৭.৩ ওভার বাকি রয়েছে। ফলে ইংল্যান্ড যে আপাতত ম্যাচে এগিয়ে রয়েছে, তা বলাই বাহুল্য। তবে যশপ্রীত বুমরার এক দুরন্ত স্পেল কিন্তু এখনও সব হিসেবনিকেশ বদলে দিতে পারে।




















