India vs England Preview: কেকেআরের দুই প্রাক্তন অধিনায়কের ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ইডেন, শেষ হাসি কার?
India vs England: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ আজ ইডেন গার্ডেন্সে। টি-২০ ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ইংরেজদের দুরমুশ করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারবে?

কলকাতা: পরপর দুই টেস্ট সিরিজে বিপর্যস্ত হয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে নিউজ়িল্যান্ডের কাছে দেশের মাটিতে হোয়াইটওয়াশ। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে অজ়িদের কাছে আত্মসমর্পণ। সমালোচনার ঝড় উঠেছে ভারতীয় দলকে ঘিরে। কাঠগড়ায় তোলা হয়েছে অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলিকে।
এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ আজ ইডেন গার্ডেন্সে। টি-২০ ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ইংরেজদের দুরমুশ করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারবে?
দল নিয়ে আশাবাদী অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় দলের স্ট্র্যাটেজিতে চমকের ইঙ্গিত দিয়েছেন স্কাই। ম্যাচের আগে জানিয়েছেন, দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের খেলা নিশ্চিত। তিন থেকে সাতে পরিস্থিতি অনুযায়ী যে কোনও কাউকে পাঠানো হতে পারে। আগে থেকে কিছুই চূড়ান্ত করছেন না।
কেমন হবে ভারতীয় একাদশ? সঞ্জু ও অভিষেক ওপেনার। তিন থেকে সাতে ব্যাট করতে পারেন সূর্যকুমার, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য ও অক্ষর পটেল। ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডির মধ্যে একজনকে খেলানো হতে পারে। স্পেশ্যালিস্ট স্পিনার হয়তো বরুণ চক্রবর্তী। দুই পেসার মহম্মদ শামি ও অর্শদীপ সিংহ। প্রায় ১৪ মাস পরে জাতীয় দলে ফিরতে দেখা যাবে শামিকে।
ইংল্যান্ডও তাদের একাদশ ঘোষণা করে দিয়েছে। দলে তিন পেসার। ইডেনের পিচে বাড়তি সাহায্য পেতে পারেন জোরে বোলাররা। ভারতীয় দলও তাই পেসার-অলরাউন্ডার হার্দিককে দিয়ে চার ওভার বল করানোর কৌশল নিয়েছে।
ইডেনের পিচে বড় রান ওঠার পূর্বাভাস করেছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন, চার-ছক্কার ঝড় উঠবে। টি-২০ ম্যাচে এমনকী, আড়াইশো রানও উঠতে পারে। তবে তাঁকে চিন্তায় রাখছে শিশির। মঙ্গলবার রাতে দু’দলের প্র্যাক্টিসের পর যে কারণে গোটা মাঠ ঢেকে রাখা হয়েছিল।
ম্যাচের আগে কালীঘাটে পুজো দিয়ে এসেছেন গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুরু গম্ভীরের অগ্নিপরীক্ষা। টি-২০ সিরিজ হেরে গেলে ফের কাঁটায় বিদ্ধ হতে হবে। তাঁর প্রতিপক্ষ শিবিরে রয়েছেন এমন এক হেডস্যর, ইডেনের বাইশ গজ যাঁর হাতের তালুর মতো চেনা। তিনিও গম্ভীরের মতোই প্রাক্তন কেকেআর অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। আগ্রাসী ক্রিকেট খেলিয়ে যিনি ভারতের পরিকল্পনা ভেস্তে দিতে পারেন।
সব মিলিয়ে বুধবার জমজমাট এক টি-২০ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
