India vs England: ২ দিন আগে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড, দলে কী কী চমক?
England Playing XI: ভারতীয় দল এখনও প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে। তবে ইংল্যান্ড (India vs England) লিডসে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিল।

লিডস: ভারতীয় দল এখনও প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে। তবে ইংল্যান্ড (India vs England) লিডসে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিল। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি লিডসের হেডিংলে স্টেডিয়ামে খেলা হবে। ইংল্যান্ডের দলে ক্রিস ওকসের প্রত্যাবর্তন হয়েছে। এছাড়াও, বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্সকেও সুযোগ দেওয়া হয়েছে।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে শুক্রবার, ২০ জুন থেকে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হওয়ার কথা। ইংল্যান্ড দু'দিন আগেই তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিল। টিম ইন্ডিয়া এখনও এই টেস্ট ম্যাচের জন্য তাদের চূড়ান্ত একাদশ ঘোষণা করেনি।
ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে তিনজন ফাস্টবোলারকে বেছে নিয়েছে। এছাড়াও, বেন স্টোকসও রয়েছেন, যিনি ফাস্ট বোলিং করতে পারেন। শোয়েব বশির একমাত্র স্পিনার। সহ অধিনায়ক অলি পোপ তিন নম্বরে খেলবেন। অন্যদিকে, সিনিয়র ব্যাটার জো রুট চার নম্বরে খেলবেন।
জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের জুটি ইনিংসের সূচনা করবে। তিন নম্বরে সহ অধিনায়ক অলি পোপ খেলবেন। এরপর চার নম্বরে জো রুট খেলবেন। তারপর পাঁচ, ছয় এবং সাত নম্বরে হ্যারি ব্রুক, অধিনায়ক বেন স্টোকস এবং উইকেটরক্ষক জেমি স্মিথকে দেখা যাবে।
আট নম্বরে ক্রিস ওকস এবং ৯ নম্বরে ব্রাইডন কার্স খেলবেন। দুজনেই ভাল ব্যাটিং করতে পারেন। ওকস টেস্টে বেশ কয়েকবার ব্যাট হাতে কার্যকরী হয়েছেন। এরপর তরুণ ফাস্ট বোলার জোশ টাং এবং সবশেষে স্পিনার শোয়েব বশির রয়েছেন।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ - জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং এবং শোয়েব বশির।
লিডসের পিচের তত্ত্বাবধায়ক রিচার্ড রবিনসন জানিয়েছেন যে, পিচ থেকে শুরুতে ফাস্টবোলাররা সাহায্য পাবেন। এছাড়াও, আবহাওয়াও ফাস্ট বোলারদের সুবিধা দেবে। যদিও, পরে ব্যাটিং করা ততটা কঠিন হবে না।
রিচার্ড রবিনসন আরও জানিয়েছেন যে ইংল্যান্ড কেমন পিচ চেয়েছে। তিনি বলেছেন, "ইংল্যান্ড কেবল একটি ভাল পিচ চাইছে, যাতে ওরা বলের লাইনে শট খেলতে পারে। তারা এটাই চায়।" রবিনসনের আশা, প্রথম দিন পিচ ফাস্টবোলারদের সাহায্য করবে, তবে পরে গরমের কারণে পিচ ব্যাটিং-এর জন্য ভাল হয়ে যাবে।




















