(Source: Poll of Polls)
India vs NZ: হোয়াইটওয়াশ রুখতে ভারতের নেটে ৩৫ বোলার! কটাক্ষ বাংলাদেশ মিডিয়ার, কী বললেন গম্ভীর?
Team India: ভারতীয় নেটে দেখা গিয়েছে প্রচুর নেট বোলারকে। ব্যাটিং বিপর্যয়ের মেঘ বারবার আঁধারে ঢাকছে ভারতীয় শিবিরকে। সেই ধাক্কা কাটাতেই বাড়তি তৎপর টিম ইন্ডিয়া।
মুম্বই: ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জিতে বিশ্বরেকর্ড করেছিল ভারত। যার শেষটা এসেছিল বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিবেশি রাষ্ট্রকে টেস্ট সিরিজে ২-০ দুমড়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। জিতে নিয়েছিল টেস্ট সিরিজ।
কিন্তু তার কয়েক দিনের মধ্যেই বিরাট ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। এক ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma)। ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে ভারত। মুম্বইয়ের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবে সম্মান ফেরাতে মরিয়া ভারতীয় শিবির। অন্যদিকে নিউজ়িল্যান্ডের সামনে হোয়াইটওয়াশ করার হাতছানি।
আর সেই ম্যাচের আগে ভারতীয় নেটে দেখা গিয়েছে প্রচুর নেট বোলারকে। ব্যাটিং বিপর্যয়ের মেঘ বারবার আঁধারে ঢাকছে ভারতীয় শিবিরকে। সেই ধাক্কা কাটাতেই বাড়তি তৎপর টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, ভারতের নেটে ৩৫ বোলার ডেকে আনা হয়েছে। এবং সেটাকেই কটাক্ষ করছে বাংলাদেশের সংবাদমাধ্যম। সোশ্যাল মিডিয়াতে যা নিয়ে ঝড়।
বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রে লেখা হয়েছে, চুনকামের লজ্জা থেকে বাঁচতে ৩৫জন নেট বোলারকে ডেকেছে ভারতীয় শিবির। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে হিমশিম রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থদের নেটে ৩৫ জন বোলার ডাকা হয়েছে, যাঁদের বেশির ভাগই স্পিনার। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে মুম্বই ক্রিকেট সংস্থার কাছে বেশি সংখ্যক নেট বোলার চাওয়া হয়েছিল বলেও কটাক্ষের সুরে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের কাগজে।
যদিও সেসবকে আমল দিচ্ছেন না গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ বলেছেন, 'আমি গুনিনি কতজন নেট বোলার ছিল। তবে যত বেশি সংখ্যক নেট বোলার থাকবে তত খুশি হব। যাতে ব্যাটাররা আরও বেশিক্ষণ প্র্যাক্টিসের সুযোগ পায়। ভাল মানের বোলাররাই এসেছিল। আর যত বেশি সময় ব্যাট করবে ততই ভাল।'
সিরিজের প্রথম দুই টেস্টে ভারতের ৪০ উইকেটের ২১টিই নিয়েছেন নিউজ়িল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার, আজাজ পটেল ও গ্লেন ফিলিপ্স। পুণেতে দ্বিতীয় টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাঁহাতি স্পিনার স্যান্টনার। দুই ইনিংস মিলিয়ে তিনি একাই নিয়েছিলেন ১৩ উইকেট।
ওয়াংখেড়ের পিচ থেকে বরাবরই স্পিনাররা বাড়তি সাহায্য পেয়ে থাকেন। এখানেও কি জ্বলে উঠবেন কিউয়ি স্পিনাররা? নাকি প্রত্যাঘাত করবে ভারত?
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।