Sarfaraz Khan: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেও মন খারাপ? আরও বড় স্বপ্ন দেখছেন সরফরাজ
India vs New Zealand: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেঞ্চুরি পূর্ণ করার পর যেরকম আগ্রাসী উৎসব করেছিলেন, ম্যাচের পর সেই উচ্ছ্বাস নেই। বরং সরফরাজ নিজের কীর্তি নিয়ে নির্লিপ্ত।
কলকাতা: একটা সময় দিনের পর দিন তাঁকে জাতীয় দলে উপেক্ষিত থাকতে দেখে মেজাজ হারিয়েছিলেন কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। বলেছিলেন, জাতীয় নির্বাচকেরা কি ক্রিকেটার খুঁজছেন, নাকি ফ্যাশনের ব়্যাম্পে হাঁটার জন্য মডেল?
সেই সরফরাজ খান (Sarfaraz Khan) ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েই ছাপ ফেলেছেন। চার টেস্টের সাত ইনিংসে একটি সেঞ্চুরি, তিন হাফসেঞ্চুরি। ব্যাট হাতে ক্রিজে নেমে যেন সমস্ত অবজ্ঞার জবাব দিচ্ছেন সরফরাজ খান। বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ৩৫৬ রানে পিছিয়ে পড়ে যখন দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর প্রাণান্তকর লড়াই চালাচ্ছে ভারত, ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন মুম্বইয়ের তরুণ। সরফরাজের আগ্রাসী দেড়শো রানের ইনিংস শুধু যে ভারতকে পাল্টা লড়াইয়ের মঞ্চ দিয়েছিল তাই নয়, বিশ্বাস জুগিয়েছিল, প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় ছিল নিছকই দুর্ঘটনা। ভারত টেস্ট হারলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্নের বীজও বোনা হয়েছে সরফরাজের ব্যাটে।
অথচ দুরন্ত সেঞ্চুরির পরেও মন ভাল নেই সরফরাজের। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেঞ্চুরি পূর্ণ করার পর যেরকম আগ্রাসী উৎসব করেছিলেন, ম্যাচের পর সেই উচ্ছ্বাস নেই। বরং সরফরাজ নিজের কীর্তি নিয়ে নির্লিপ্ত।
কেন? কারণ ব্যাখ্যা করে দিলেন সরফরাজের বাবা তথা ব্যক্তিগত কোচ নওশাদ খান। যাঁর হাত ধরে সরফরাজের ক্রিকেটে হাতেখড়ি। বেঙ্গালুরু টেস্ট শেষ হয়ে গিয়েছে। পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু বৃহস্পতিবার, ২৪ অক্টোবর। বেঙ্গালুরুতে মাঠে ছিলেন নওশাদ। আপাতত তিনি মুম্বইয়ে। সেখান থেকেই মোবাইল ফোনে এবিপি আনন্দকে বললেন, 'সরফরাজ নিজের সেঞ্চুরি নিয়ে কোনওরকম উচ্ছ্বাস দেখাতে রাজি নয়। ওর মন খারাপ। টেস্টে প্রথম সেঞ্চুরি করেছে, তবে ভারত তো ম্যাচটা হেরে গিয়েছে। কেন ওর ভাল লাগবে? দল ম্যাচ হারলে কারই বা ব্যক্তিগত কৃতিত্বে আনন্দ উদযাপন করার মতো মানসিক পরিস্থিতি থাকে বলুন?'
নওশাদ নিজেও চান না সরফরাজের সেঞ্চুরি নিয়ে হইচই হোক। বলছিলেন, 'সবে শুরু করেছে। ও খেলুক আরও। আমরা ওকে বিব্রত করতে চাইছি না।'
তবে ভারত বনাম নিউজ়িল্যান্ড সিরিজের মাঝেই নিজের পরবর্তী লক্ষ্য় সাজিয়ে ফেলেছেন সরফরাজ। কী সেই লক্ষ্য? 'অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা পেতে ও মরিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে নিজেকে প্রমাণ করতে উন্মুখ হয়ে রয়েছে সরফরাজ,' বললেন নওশাদ। গর্বিত পিতাও যেন ছেলের স্বপ্ন আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন।
আরও পড়ুন: মাঠ-বিপর্যয়ে মুখ পুড়ল বাংলা ক্রিকেটের, শুরু দায় ঠেলাঠেলি, প্রযুক্তি থাকতেও হল না প্রয়োগ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।