India vs NZ Probable XI: মুখরক্ষার তৃতীয় টেস্টে ভারতীয় দলে বদল? নাকি পুরনোতেই আস্থা গুরু গম্ভীরের?
India vs New Zealand: কুলদীপ যাদবকে সম্ভবত বাইরেই বসতে হবে। পুণে টেস্টে ভারতীয় বোলিংয়ের সেরা মুখ ওয়াশিংটন সুন্দরের খেলা নিশ্চিতই।
মুম্বই: শুক্রবার শুরু ভারত বনাম নিউজ়িল্যান্ড (India vs NZ) দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচের আগে ভারতীয় দলে কোনও চোট আঘাত সমস্যা নেই, জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর। কাউকে বিশ্রাম দেওয়ার পথেও হাঁটছে না ভারতীয় শিবির। কারণ, সিরিজের ফয়সালা হয়ে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে ভীষণ গুরুত্বপূর্ণ এই টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে হলে বাকি ৬ টেস্টের মধ্যে ৪টিতে জিততে হবে ভারতকে। মুম্বইয়ে শেষ ম্যাচে জিতলে অস্ট্রেলিয়া সফরের আগে কিছুটা স্বস্তিতে থাকবে ভারতীয় দল।
ভারতের একাদশে একমাত্র যে জায়গাটা নিয়ে আলোচনা চলছে, তা হল দ্বিতীয় পেসার হিসাবে যশপ্রীত বুমরার সঙ্গী কে? আগের ম্যাচে বাংলার পেসার আকাশ দীপ খেলেছিলেন। কিন্তু বিশেষ কিছু করার সুযোগ পাননি। মুম্বই টেস্টে তাঁর পরিবর্তে সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। তবে কুলদীপ যাদবকে সম্ভবত বাইরেই বসতে হবে। পুণে টেস্টে ভারতীয় বোলিংয়ের সেরা মুখ ওয়াশিংটন সুন্দরের খেলা নিশ্চিতই।
ম্যাট হেনরি প্রথম টেস্টে বল হাতে নজর কেড়েছিলেন। তবে চোটের জন্য দ্বিতীয় টেস্টে পুণেতে তিনি খেলেননি। বৃহস্পতিবার অবশ্য দলের সঙ্গে প্র্যাক্টিস করেছেন হেনরি। যদি তিনি পুরো ফিট হয়ে যান, কোপ পড়তে পারে অভিজ্ঞ টিম সাউদির (Tim Southee) ওপর।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ/মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা
নিউজ়িল্যান্ডের সম্ভাব্য একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ডারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, টিম সাউদি/ম্যাট হেনরি, উইল ওরুক ও আজাজ পটেল।
কাদের ম্যাচ
ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্ট
কোথায় খেলা
ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে
কখন শুরু
শুক্রবার, ১ নভেম্বর সকাল ৯.৩০-এ শুরু, চলবে ৫ নভেম্বর পর্যন্ত
কোথায় দেখবেন
টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচ
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।