India vs South Africa: ইডেনে আরও শক্তিশালী হয়ে নামছে দক্ষিণ আফ্রিকা, চোট সারিয়ে চনমনে তারকা ব্যাটার
Temba Bavuma: সব কিছু ঠিকঠাক চললে বাভুমাই শুক্রবার দক্ষিণ আফ্রিকার ব্লেজার পরে টস করতে নামবেন শুভমন গিলের সঙ্গে।

সন্দীপ সরকার, কলকাতা: টেস্টে বিশ্বকাপজয়ী দলের সেনাপতি তিনি। তবে চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে খেলতে পারেননি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁকে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও তিনি ইডেনে প্রথম টেস্টে খেলবেন কি না, সংশয় ছিল। পায়ের পেশিতে চোটের জন্য তাঁর ফিটনেস নিয়েই ছিল প্রশ্ন।
তবে ভারতীয় শিবিরের উৎকণ্ঠা বাড়িয়ে ফিট তেম্বা বাভুমা (Temba Bavuma)। ইডেন টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তার মেঘও কেটে গিয়েছে বলে সূত্রের খবর। ভারতের বিরুদ্ধে আরও শক্তিশালী হয়ে নামছে দক্ষিণ আফ্রিকা।
ভারতে আসার আগে পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। কাফ মাসলের চোটের জন্য সেই সিরিজে খেলতে পারেননি বাভুমা। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেন এইডেন মারক্রাম। সেই সিরিজে প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ অমীমাংসিত রাখে দক্ষিণ আফ্রিকা।
বাভুমা ফিট কি না, দেখে নিতে আর তাঁকে ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ দিতে ভারত এ দলের বিরুদ্ধে খেলানো হয়েছিল। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের সেই ম্যাচে প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেন বাভুমা। তবু, টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল।
সব সংশয়ের অবসান ঘটল বুধবার সকালে। ইডেন গার্ডেন্সে এদিন সকালে চলছে দক্ষিণ আফ্রিকার প্র্যক্টিস। নেটে তখন পুরো দমে ব্যাটিং করছেন রায়ান রিকেলটন, মারক্রামরা। বাভুমাকে দেখা গেল স্টেডিয়ামের এইচ ব্লকের সামনে। দলের ফিজিও ও ট্রেনারের সঙ্গে। মাঠে কয়েকটি প্লাস্টিকের কোন বসিয়ে দৌড়তে শুরু করলেন। বোঝা গেল, ফিটনেস পরীক্ষা হচ্ছে বাভুমার। প্রায় মিনিট ২০ ফিটনেস টেস্ট দেওয়ার পর সন্তুষ্ট চোখমুখে ড্রেসিংরুমের দিকে ফিরলেন বাভুমা। তারপরই ব্যাট-প্যাড নিয়ে নেমে পড়লেন নেটে। ব্যাটিং অনুশীলনের জন্য।
Ongoing Preparations 🏏#TheProteas Men are sharpening up as the countdown continues to Day 1 of the First Test against India! 💪🇿🇦 pic.twitter.com/23upk7bv7Z
— Proteas Men (@ProteasMenCSA) November 11, 2025
পরের ঘণ্টাখানেক সময় ধরে দফায় দফায় চলল বাভুমার ব্যাটিং প্র্যাক্টিস। কখনও স্পিনারদের বলে। কখনও পেসারদের বিরুদ্ধে। ফ্রন্টফুটে বেশ কয়েকটি ড্রাইভ মারতে দেখা গেল বাভুমাকে। সব কিছু ঠিকঠাক চললে তিনিই শুক্রবার দক্ষিণ আফ্রিকার ব্লেজার পরে টস করতে নামবেন শুভমন গিলের সঙ্গে।
চিন্তা বাড়বে ভারতীয় বোলারদের।




















