Rohit-Virat: দীর্ঘ বিরতি, ছুটিতে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা রোহিতের, কী করছেন কোহলি?
Indian Cricket Team: পরের মাসে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের মাধ্যমে ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।
নয়াদিল্লি: বেশ কয়েকদিন আগেই ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর শেষ হয়ে গিয়েছে। আপাতত দীর্ঘদিন তেমন কোনও ক্রিকেট নেই। পরের মাসে শুরু হবে দলীপ ট্রফি। সেপ্টেম্বরের ১৯ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের মাধ্যমে ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। সেই সিরিজ়েই আবার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা যাবে। দুই তারকাকেই দলীপ ট্রফি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিজেদের অবসরে কী করছেন ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) দুই মহাতারকা?
রোহিত আপাতত ছুটিতে মুম্বইতেই রয়েছেন। সেখানেই তিনি নিজের কাছের বন্ধুদের সঙ্গে অবসরে খানিকটা সময় কাটান। রোহিত নিজেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে রোহিতকে গোল করে ঘিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে। সেই বন্ধুদের মধ্যে রোহিতের প্রাক্তন মুম্বই সতীর্থ তথা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বর্তমান সহকারী কোচ অভিষেক নায়ারও রয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক ছবিটিতে সহজ এক ক্যাপশন দেন। তিনি গোটা দলের ছবি দিয়ে একসঙ্গে লেখেন, 'মন্ডলী'।
View this post on Instagram
অপরদিকে, বিরাট কোহলি বর্তমানে দেশের বাইরেই রয়েছেন। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর দীর্ঘদিন ধরেই বিদেশে রয়েছেন বিরাট ও অনুষ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেও কোহলি ও অনুষ্কাকে লন্ডনের রাস্তায় দেখা গিয়েছে। একসঙ্গে নামকীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছে। ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ় খেলে কোহলি আবার লন্ডনেই ফিরে গিয়েছেন। লন্ডনের রাস্তাতেই বিরাট কোহলিকে এক ভাইরাল ভিডিওতে হাঁটতে দেখা গিয়েছে। তিনি অবশ্য সেখানে একাই ছিলেন। অনুষ্কা বা তাঁর দুই সন্তানকে সেই ক্লিপে দেখা যায়নি।
Virat Kohli on the London streets. 🐐pic.twitter.com/0WvBi9byXZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 14, 2024
কোহলি কিন্তু বিশ্বজয়ের পরেও লন্ডনে ছিলেন। তাঁর ও অনুষ্কার পাকাপাকিভাবে লন্ডনে স্থানান্তরিত হওয়ার জল্পনাও শোনা গিয়েছিল। যদিও সেই বিষয়ে তারকা দম্পতি এখনও কিছুই জানাননি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্বদেশীয় শাহিন নয়, ভারতের তারকা ফাস্ট বোলারকেই বিশ্বের সেরা হিসাবে বাছলেন ওয়াসিম আক্রম