Indian Cricket Team: স্বদেশীয় শাহিন নয়, ভারতের তারকা ফাস্ট বোলারকেই বিশ্বের সেরা হিসাবে বাছলেন ওয়াসিম আক্রম
Wasim Akram: 'সুলতান অফ স্যুইং' ওয়াসিম আক্রমের মতে ভারতীয় ফাস্ট বোলারের নতুন বল হাতে নিয়ন্ত্রণ তাঁর থেকেও ভাল।
নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা বোলার কে? এই বিষয়ে মিচেল স্টার্ক, শাহিন আফ্রিদি, প্যাট কামিন্স, আর অশ্বিনদের মতো একাধিক তারকার নাম উঠে আসে। সেই নিয়ে অনুরাগীদের মধ্যে তর্ক বিতর্কও চলে। এবার ওয়াসিম আক্রম (Wasim Akram) নিজের পছন্দের বোলার বেছে নিলেন।
বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় বোলার থাকলেও কিংবদন্তি আক্রমের ভোট কিন্তু ভারতের এক ফাস্ট বোলারের দিকেই। কে তিনি? আক্রমের মতে তিনি এখনকার সবথেকে পরিপূর্ণ বোলার, তিনি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় তারকা ফাস্ট বোলার সম্পর্কে কিংবদন্তি আক্রম বলেন, 'ও বর্তমান বিশ্বের সেরা। সবার থেকে এগিয়ে। নিয়ন্ত্রণ, গতি, বৈচিত্র, সব রয়েছে। একজন পরিপূর্ণ বোলার ও। দেখেও মজা লাগে। নতুন বল হাতে যে এমন পিচে গতি, বল বাউন্স করানো, ফলো থ্রু, যা বলবে ওর মধ্যে সব রয়েছে। একদম কমপ্লিট বোলার ও।'
ওয়ান ডেতে ৫০০-র অধিক এবং টেস্টে ৪০০-র অধিক উইকেট নেওয়া ওয়াসিম আক্রমকে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের মধ্যে গণ্য করা হয়। 'সুলতান অফ স্যুইং' নামে পরিচিত আক্রম কিন্তু বল নিয়ন্ত্রণের বিষয়ে তাঁর থেকেও এগিয়ে রাখছেন। কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার বলেন, 'বুমরা রাউন্ড দ্য উইকেট বল করে সিমে বল ফেলে। আর পিচের একটু বাইরের দিক থেকে বল করলে ব্যাটাররা ভাবে ভেতরের দিকে বল আসবে। সেই অনুযায়ী তারা শট নির্বাচন করে। তবে বল পিচে সিমে পড়ার পরই ভেতরের বদলে বাইরের দিকে যায়। বেশিরভাগ সময়ই ওই বল খেলা সম্ভব নয়। আমি যখন ডান হাতিদের বিরুদ্ধে ওরমভাবে আউট স্যুইং করতাম, তখন আমিও বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম মাঝেসাঝে। তবে নতুন বলে নিশ্চিতভাবেই বুমরার নিয়ন্ত্রণ আমার থেকেও ভাল।'
যশপ্রীত বুমরা ২০১৬ সালে ভারতীয় দলের হয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান। ইতিমধ্যেই ৩০ বছর বয়সি ফাস্ট বোলার ৩৬টি টেস্টে ১৫৯টি উইকেট, ৮৯টি ওয়ান ডেতে ১৪৯টি উইকেট এবং ৭০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচে ৮৯টি উইকেট নিয়ে ফেলেছেন জাতীয় দলের হয়ে। আক্রমণের প্রশংসা ফের একবার বুমরা যে কতটা দক্ষ, তার প্রমাণ দিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গম্ভীরের পছন্দেই সিলমোহর, ভারতীয় দলের নতুন বোলিং কোচ হচ্ছেন মর্নি মর্কেল