Asia Cup 2023: ব্যাট হাতে বিরাটের দাপট, ছন্দে বুমরাও, বেঙ্গালুরুতে জোরকদমে অনুশীলন সারছে টিম ইন্ডিয়া
Indian Cricket Team: ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারতীয় দল।
বেঙ্গালুরু: এশিয়া কাপের (Asia Cup 2023) আগে বেঙ্গালুরুর আলুরে জোরকদমে অনুশীলন চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে বেঙ্গালুরুতেই অনুশীলন সেরে শ্রীলঙ্কার উদ্দেশ রওনা দেবে টিম ইন্ডিয়া। এর মাঝে বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা থেকে সঞ্জু স্যামসন, এশিয়া কাপে ভারতীয় দলের অঙ্গ (রিজার্ভ ক্রিকেটার সমেত), সকলেই এই অনুশীলন ক্যাম্পে হাজির রয়েছেন। বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে যেমন রোহিতদের ব্যাট করতে দেখা যায়, তেমনই যশপ্রীত বুমরা, কুলদীপ যাদবদের বোলিং করতেও দেখা গিয়েছে। সেই ভিডিওতেই কোহলিকে সিরাজ, বুমরাদের বিরুদ্ধে ব্যাট হাতে বড় বড় শট হাঁকাতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে কেএল রাহুলকে ব্যাটিং করতেও, যদি টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে কেএল রাহুল এখনও ফিট নন এবং তিনি এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না।
ভারতীয় দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিলেও, রাহুল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থেকেই নিজের রিহ্যাব চালাবেন। তাঁকে এনসিএ-র মেডিক্যাল দল পর্যবেক্ষণ করবে। ফিট হলে তারপরেই তিনি জাতীয় দলে ফিরবেন। তবে রাহুল ফিট না হলেও, আরেক মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার কিন্তু সম্পূর্ণ ফিট। তাঁকে এই ভিডিওতে স্পিনার, ফাস্ট বোলারদের বিরুদ্ধে অবলীলায় ব্যাট করতে দেখা গিয়েছে। রাহুল দ্রাবিড়ও জানিয়ে দিয়েছেন যে শ্রেয়স বর্তমানে সম্পূর্ণ ফিট। তাঁর খালি ম্যাচ ফিটনেসেরই অভাব রয়েছে।
Prep mode 🔛
— BCCI (@BCCI) August 29, 2023
Energy levels high 💪
Getting into the groove in Alur 👌#TeamIndia | #AsiaCup2023 pic.twitter.com/rHBZzbf4WT
রাহুল দ্রাবিড় বলেন, 'শ্রেয়স সম্পূর্ণ ফিট। ও অনুশীলন ক্যাম্পে অনেকক্ষণ ব্যাটিং, ফিল্ডিং করেছে। শুধুমাত্র ম্যাচই খেলেনি ও এই যা। ওকে আমরা বেশি করে ম্যাচ খেলাতে চাই। চাই ও যাতে মাঠে সময় কাটায় এবং আশা করি এশিয়া কাপে সেই সুযোগটা পাবে। ফিটনেসের পরিপ্রেক্ষিতে বলব ও খুবই খেটেছে এবং ব্যাটিংটাও বেশ ভাল করছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতের অনুশীলন শিবিরে হাজির ঋষভ পন্থ