IPL: আইপিএলে ম্য়াচ প্রতি কেমন পারিশ্রমিক পান আম্পায়াররা? শুনলে অবাক হবেন আপনিও
IPL 2023: আইপিএলের প্রতি ম্যাচেই ক্রিকেটারদের দিকে নজর থাকে দর্শকদের। কিন্তু মাঠে ও মাঠের বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আম্পায়ারদের।
কলকাতা: আইপিএল শুরু হয়ে গিয়েছে। প্রতি ম্যাচে চার-ছক্কার ফুলঝুরি দেখা যাচ্ছে। আইপিএল (Tata IPL 2023)শুরুর আগেই নিলামের টেবিলে কত টাকা দিয়ে কােন তারকা ক্রিকেটারকে দলে নেওয়া হল, তার দিকে নজর থাকে সবার। কিন্তু আপনি কি জানেন যে আইপিএলে প্রতি ম্যাচে দায়িত্ব সামলানো আম্পায়াররা (Umpire) কত পারিশ্রমিক পান? আপনি জানলে অবাক হবেন যে এঁদের অনেকের প্রাপ্ত অর্থও লক্ষাধিক টাকা।
আইপিএলে আম্পায়ারদের আয় কেমন?
আইপিএলের নিয়ম অনুযায়ী, আম্পায়ারদের দু’টি বিভাগে ভাগ করা হয়। অভিজ্ঞতা, কাজের দক্ষতা অনুযায়ী কয়েক জন আম্পায়ার 'এলিট' গ্রুপে রাখা হয়। বাকিদের রাখা হয় 'ডেভলপমেন্ট' গ্রুপে। এলিট গ্রুপে থাকা আম্পায়াররা টুর্নামেন্টের একটি ম্য়াচ পরিচালনার জন্য ১ লক্ষ ৯৮ হাজার টাকা পান। এ ছাড়া, প্রতি ম্যাচে তাঁদের উপরি পাওনা প্রায় সাড়ে ১২ হাজার টাকা। গত মরসুমে ১ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত প্রতি ম্যাচ প্রতি পেতেন এলিট গ্রুপের আম্পায়াররা। কিন্তু এবার সেই বেতনের অঙ্ক বাড়ানো হয়েছে। যাঁরা এখন নতুন, যাঁদের অভিজ্ঞতা একটু কম, তাঁদের কম গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব দেওয়া হয়। তাঁদেরই 'ডেভলপমেন্ট' গ্রুপে রাখা হয়। এই গ্রুপের আম্পায়ারদের বেতন ম্যাচ প্রতি আগের মরসুমে ছিল ৪০ হাজার টাকা। কিন্তু এবার সেই অঙ্কও বাড়িয়ে প্রায় ৬০ হাজার টাকা করা হয়েছে।
আইপিএলে আম্পায়ারদের যাতায়াত, খাওয়া থাকা সবকিছুর সুবিধে তো থাকছেই, এমনকী উপরি পাওনাও থাকছে। প্রত্যেক ম্যাচে যদি কোনও আম্পায়ার পরিচালনার দায়িত্ব পান তবে অন্তত পক্ষে প্রায় ৪০ লক্ষ টাকা পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে আদায় করে নিতে পারবেন একজন আম্পায়ার।
এছাড়াও প্রতি মরসুমে কোনও নির্দিষ্ট স্পনসরের নাম লেখা শার্ট পরে আম্পায়ারিং করতে নামেন আম্পায়াররা। সেই সংস্থার তরফে আম্পায়ারকে ৭ লক্ষ ৩৩ হাজার টাকা পর্যন্ত চেক দেওয়া হয়েছিল গত মরসুম পর্যন্ত।
ছিটকে গেলেন পাতিদার
গত মরসুমের প্লে-অফে আরসিবির হয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন রজত পাতিদার। শোনা যাচ্ছিল টুর্নামেন্টের শুরুর দিকে তাঁকে চোটের জন্য পাওয়া না গেলেও, শেষের দিকে খেলবেন তিনি। তবে তা আর হচ্ছে না। অ্যাখিলিস হিলের চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন রজত পাতিদার। প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও আরসিবি একাদশে ছিলেন না এই ব্যাটার।