Bumrah On Injury Update: বেডরেস্টের পরামর্শ চিকিৎসকের, বুমরাকে নিয়ে উদ্বেগ, খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে?
Indian Cricket Team: বুমরাকে নিয়ে পাওয়া যাচ্ছে উদ্বিগ্ন হওয়ার মতোই খবর। শোনা যাচ্ছে, বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে ঘোরতর অনিশ্চয়তা রয়েছে।
মুম্বই: তিনি ভারতীয় দলের ব্রহ্মাস্ত্র। মাইকেল ক্লার্কের মতো কিংবদন্তি কয়েকদিন আগেই বলেছেন, ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে বিশ্বের সর্বকালের সেরা ফাস্টবোলার তিনিই।
সেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পিঠের চোটে কাবু। সিডনিতে বর্ডার-গাওস্কর সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। কবে মাঠে ফিরবেন ভারতীয় ফাস্টবোলার? চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তাঁকে দেখা যাবে?
বুমরাকে নিয়ে পাওয়া যাচ্ছে উদ্বিগ্ন হওয়ার মতোই খবর। শোনা যাচ্ছে, বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে ঘোরতর অনিশ্চয়তা রয়েছে। কারণ, বুমরার পিঠ এখনও ফুলে রয়েছে। চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেই খবর। শোনা যাচ্ছে, তাঁকে রীতিমতো বেডরেস্ট দেওয়া হয়েছে। তাঁর পিঠের স্ক্যান কবে করা হবে, তাও নিশ্চিত নয়।
বর্ডার-গাওস্কর ট্রফির (BGT 2024-25) শেষ টেস্টে, সিডনিতে দ্বিতীয় দিন আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরা। তাঁর পিঠে চোট লেগেছিল। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি ভারতীয় ফাস্টবোলার। ভারতীয় দলের সেরা পেস অস্ত্রের ব্যাক স্প্যাজম রয়েছে। চোট কতটা গুরুতর, তার উপরে নির্ভর করছে কবে তিনি মাঠে নামতে পারবেন, সেই বিষয়টি। সূত্রের খবর, সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে নিদেন পক্ষে তিন সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাবের পরে মাঠে নামা যাবে। গ্রেড ২ চোট হলে সেক্ষেত্রে অন্তত ৬ সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাব পর্ব চলবে। গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হতে পারে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।
বুমরাকে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছিল, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হতে হবে। তবে শোনা যাচ্ছে, এখন তিনি পুরোপুরি বিশ্রামে। বেড রেস্টে থাকতে বলা হয়েছে বুমরাকে। আপাতত তাঁকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বেশি হাঁটা চলা করতেও বারণ করা হয়েছে ভারতীয় পেসারকে। তাই এনসিএ-তেও যেতে পারেননি বুমরা।
আরও পড়ুন: ওজন কমাতে দৌড়চ্ছেন রোহিত, ভারতীয় দলে জায়গা বাঁচাতে খেলবেন রঞ্জি ট্রফিতে?
বুমরার পিঠের চোট পুরনো। বছর দেড়েক আগে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছে। সেই জায়গাতেই ফের চোট পেয়েছেন বুমরা। তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বোর্ডের কেউই বুমরাকে মাঠে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না।
আরও পড়ুন: ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন! ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য গুরু গম্ভীরের?