Indian Cricket Team: কেন যশপ্রীত বুমরা নন, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমন গিল?
Jasprit Bumrah: ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক কিন্তু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমনকী রোহিতের বদলে বর্ডার-গাওস্কর ট্রফির একাধিক ম্যাচে ভারতকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। রোহিতের অবসরের পর ভারতীয় ক্রিকেটে বর্তমানে সবথেকে বড় প্রশ্ন হল রোহিতের বদলে কে? কে হবেন ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক?
একাধিক রিপোর্ট অনুযায়ী শুভমন গিল বর্তমানে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে। তাঁর সঙ্গে ঋষভ পন্থের নামও না কি দৌড়ে রয়েছে। তবে গিল বা পন্থ, কেউই নন, ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক কিন্তু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমনকী রোহিতের বদলে বর্ডার-গাওস্কর ট্রফির একাধিক ম্যাচে ভারতকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন। তাহলে বুমরাকে কেন অধিনায়ক করা হবে না? কেন তিনি এই দৌড়ে সবথেকে এগিয়ে নেই? কারণ কিন্তু বুমরা নিজেই।
ভারতীয় দলের জনাকয়েক ক্রিকেটার যাঁরা তিন ফর্ম্যাটেই খেলেন, তাঁদের মধ্যে একজন বুমরা। তাঁকে অনেকেই ভারতীয় দলের সম্পদ মনে করেন। তাই বুমরাকে ফিট রাখার জন্য সবসময়ই প্রচেষ্টাও করা হয়। কিন্তু বুমরা হালে চোটআঘাতে ভুগেছেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও প্রয়োজন রয়েছে। বুমরা তাই নিজেই নাকি অধিনায়ক হওয়ার দৌড় থেকে সরে এসেছেন। তারকা বোলার ভারতীয় নির্বাচকদের জানিয়েছেন তিনি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের সবকয়টি ম্যাচ খেলতে পারবেন না।
ভারতীয় দল নিজেদের পরের সিরিজ়েই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে। শোনা যাচ্ছে নির্বাচকরাও চাইছেন এমন একজনকে অধিনায়ক করতে যিনি পাঁচ ম্যাচই খেলতে পারবেন। শুভমন গিলের ক্ষেত্রে এমন সমস্যা নেই বললেই চলে। তিনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়কও বটে। তাই গিলকে এই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। এছাড়া ঋষভ পন্থও আইপিএলে অধিনায়কত্ব করেন, জাতীয় দলের হয়েও এর আগে অধিনায়কত্ব করেছেন তিনি। তাই দৌড়ে তাঁর নাম দেখে খুব একটা অবাক হওয়ার কিছুই নেই।
তবে ইংল্যান্ড সিরিজ়ের আগে ভারতীয় ম্যানেজমেন্টের আরও একটি চিন্তার বড় কারণ হলেন বিরাট কোহলি। সম্প্রতি তাঁর টেস্ট অবসরের জল্পনায় স্বরগরম ক্রিকেটদুনিয়া। বোর্ডের তরফে অনুরোধ করা হচ্ছে বারবার। তিনি যেন টেস্ট ফর্ম্যাট থেকে এখনই অবসর না নেন। আগামী ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলিকে দলে ব্যাটার হিসেবে দেখতে চাইছেন নির্বাচকরা। কিন্তু খবর অনুযায়ী বিরাট নাকি নিজের সিদ্ধান্তে অনড়। তিনি টেস্ট ক্রিকেটে আর দেশের জার্সিতে খেলতে চাইছেন না। বিলেত সফরের আগে ম্যানেজমেন্টের সামনে বেশ বড় বড় কয়েকটি সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।




















