WPL 2024: অমনজ্যোৎ-র লড়াই ব্যর্থ, রান তাড়া করে মুম্বইয়ের প্রথম হার, নাগাড়ে চার জয় দিল্লির
Meg Lanning: ডব্লুপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ৫০০ রানের গণ্ডি পার করলেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং।
নয়াদিল্লি: ডব্লুপিএলে (WPL 2024) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জয়ের ধারা অব্যাহত। একটানা চার ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। ইউপি, আরসিবি, গুজরাতের পর এবার গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারাল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। কাজে দিল না অমনজ্যোৎ কৌরের লড়াকু ৪২ রানের ইনিংস। ল্যানিং এবং জেমাইমা রডরিগেজের অর্ধশতরানের ইনিংসে ভর করে ২৯ রানে জয় পেল দিল্লি। এই প্রথমবার রান তাড়া করতে নেমে পরাজিত হতে হল মুম্বইকে। দিল্লির ১৯২ রানের জবাবে ১৬৩ রানেই থেমে গেল মুম্বইয়ের ইনিংস।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। শেফালি ভর্মা এবং মেগ ল্যানিং বিধ্বংসী মেজাজে দিল্লির ইনিংসের শুরুটা করেন। পাওয়ার প্লেতেই ওঠে ৫৬ রান। তবে শেফালি ২৮ রানেই সাজঘরে ফেরেন। তাঁর উইকেট নেন শবনিম ইসমাইল। অ্যালিস ক্যাপসি দেখেশুনে ১৯ রানের ইনিংস খেলেন। হেইলি ম্যাথিউজ় তাঁকে আউট করেন। তবে এরপরেই তৃতীয় উইকেটে জেমাইমা এবং ল্যানিং শো শুরু হয়। দুইজনে ৩৫ রান করেন।
তবে ল্যানিং নিজের অর্ধশতরান করার পরেই ৫৩ রানে সাজঘরে ফেরেন। ল্যানিং আউট হওয়ার ক্যাপ জেমাইমাকে সঙ্গ দিতে ক্রিজে নামেন। জেমাইমার আগ্রাসী ইনিংস অব্যাহত থাকে। তিনি মাত্র ২৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। শেষ ওভারে হেইলির বিরুদ্ধে জেমাইমা ১৩ রান তুলে দিল্লি ইনিংসকে দু'শোর দোরগোড়ায় পৌঁছে দেন।
১৯৩ রানের বড় রান তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথম ওভারেই ইয়াস্তিকা ভাটিয়াকে ছয় রানে আউট করেন ক্যাপ। পরের ওভারেই ন্যাট স্কিভার-ব্রান্টকে পাঁচ রানে আউট করেন শিখা পাণ্ডে। পাওয়ার প্লেতে অর্ধশতরানের গণ্ডি পার করলেও চারটি উইকেট হারিয়ে ফেলে মুম্বই। অধিনায়ক হরমনপ্রীতের সংগ্রহ মাত্র ছয় রান। নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি। শেষের দিকে অমনজ্যোৎ ৪২ রানের ইনিংসের পাশাপাশি সঞ্জীবন সাঞ্জানা ২৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন। মুম্বই তাতে ১৫০ রানের গণ্ডি পার করলেও, জিততে পারেনি। আট উইকেটের বিনিময়ে ১৬৩ রানেই থামে মুম্বইয়ের লড়াই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রঞ্জি খেলা পিচেই হচ্ছে ম্যাচ! ধর্মশালা টেস্টের আগে দাবি ইংল্যান্ড তারকা বেয়ারস্টোর