Border-Gavaskar Trophy: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় দলের অনুশীলনে ফিরলেন রাহুল
KL Rahul: কেএল রাহুল শুক্রবার আন্তঃদলীয় ম্যাচের প্রথম দিনই প্রসিদ্ধ কৃষ্ণের বলে ডান হাতের কনুইয়ে আঘাত পান। তিনি আগেভাগেই মাঠ ছাড়েন।
পারথ: মহাগুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজ়ের (IND vs AUS) আগে ভারতীয় দল কোনও প্রস্তুতি ম্যাচ খেলছে না। পরিবর্তে টিম ইন্ডিয়ার তারকারা নিজেদের মধ্যে দুইটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। ভারত ও ভারত 'এ'-র আন্তঃদলীয় সেই ম্যাচেই টিম ইন্ডিয়ার একাধিক তারকা চোটের কবলে পড়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অন্যতম হলেন কেএল রাহুল (KL Rahul)। তবে রবিবার শেষমেশ ভারতীয় শিবিরে খুশির খবর এল।
আন্তঃদলীয় ম্যাচের প্রথম দিনেই চোটের কবলে পড়েছিলেন রাহুল। কিন্তু আন্তঃদলীয় ম্যাচের শেষদিনে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সুখবর। ম্যাচের শেষদিন ব্যাটিং করতে মাঠে নামেন কেএল রাহুল। তারকা ব্যাটার শুক্রবার ম্যাচের প্রথম দিনই প্রসিদ্ধ কৃষ্ণের বলে ডান হাতের কনুইয়ে আঘাত পান। তিনি আগেভাগেই মাঠ ছাড়েন। এই চোটের জেরে রাহুলকে ব্যথায় কাতরাতে দেখা যায়। টিম ইন্ডিয়ার মেডিক্যাল দলও সঙ্গে সঙ্গে তাঁর দিকে গিয়ে তাঁর চোট পরীক্ষা করেন। রাহুলের এক্স রে এবং স্ক্যান করানো হয় বলে জানান দলের ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার।
সেদিন রাহুলকে আর ব্যাট করতে দেখা যায়নি। তবে রবিবার দিন রাহুল ব্যাট করতে নামেন। তিনি রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে নাকি তিন ঘণ্টা নেটে অনুশীলনও সারেন। রাহুলের ব্যাটিংয়ে নামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়েছে। সেখানে টিম ইন্ডিয়ার ফিজিওথেরাপিস্ট জানান রাহুলের চোট খুব একটা গুরুতর নয়। ফলে তিনি যে প্রথম টেস্টে খেলতে নামার জন্য সম্পূর্ণ ফিট, তা বলাই বাহুল্য।
After being hit on his elbow on Day 1 of the match simulation, KL Rahul has recovered and is raring to go 👌👌#TeamIndia | #AUSvIND | @klrahul pic.twitter.com/FhVDSNk8tv
— BCCI (@BCCI) November 17, 2024
রাহুল নিজেও জানান, 'আমি ভাল আছি এবং অনেকক্ষণ ব্যাট করেছি। আমি এখানে আগে এসে এই সিরিজ়ে প্রস্তুতি সারার জন্য যথেষ্ট সময় পেয়েছি, সেটা বেশ ভাল খবর। আমি বেশ উচ্ছ্বসিত এবং মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' রাহুলের এই ফিট হওয়ার খবরটা নিঃসন্দেহেই টিম ইন্ডিয়ার জন্য ভাল। বিশেষত যেখানে শুভমন গিলের আঙুল ভাঙায় অন্তত প্রথম টেস্টে মাঠে না নামতে পারাটা কার্যত নিশ্চিত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আঙুল ভেঙেছে গিলের! পরিবর্ত হিসাবে অজ়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন দেবদত্ত পাড়িক্কাল?