(Source: Poll of Polls)
Shami-Hasin: ভারতীয় পেসারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের স্ত্রীর
Mohammed Shami-Hasin Jahan:এর আগে খোরপোশ নিয়েও হাসিন ও শামির আইনি লড়াই হয়েছে। হাসিনের দাবি ছিল শামি আদালতে তাঁর সঠিক আয় না দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করছেন।
নয়াদিল্লি: আইপিএলে (IPL) তাঁর দল গতবারের চ্যাম্পিয়ন, এবারে খেতাব রক্ষার লড়াইয়ে নামা গুজরাত আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে। বাইশ গজে দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ শামিও (Mohammed Shami)। পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন ডান হাতি ফাস্ট বোলার। তবে মাঠের বাইরে আচমকাই বাউন্সার ধেয়ে এল ভারতীয় তারকার দিকে। হাইকোর্ট খারিজ করেছে মামলা। এবার বিচার চেয়ে ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলার মহম্মদ শামির বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন তাঁর স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)।
একাধিক সম্পর্কের অভিযোগ
হাসিনের অভিযোগ,ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গে বিভিন্ন সফরে থাকাকালীন একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শামি। ভারতীয় পেসারের বিরুদ্ধে ব্যাভিচারিতার অভিযোগ তুলেছেন হাসিন। এই অভিযোগের ভিত্তিতেই লালবাজার পুলিশ শামির একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে। শামির বিরুদ্ধে ২০১৯ সালে আলিপুর আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করে।
আরও পড়ুন: কোহলি-গম্ভীরের বিবাদকে সামনে রেখে বিশেষ সতর্কবার্তা কলকাতা পুলিশের
কিন্তু পরবর্তীতে শামি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং সেই আপিলে তাঁর পক্ষেই রায়দান করা হয়। ফলে শামির গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার তো করাই হয়, পাশাপাশি তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগও খারিজ করা হয়। এরপরেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন হাসিন। কিন্তু হাইকোর্টও একই সিদ্ধান্ত বহাল রাখে। এবার তাই সরাসরি স্পেশাল পিটিশন লিভের মাধ্যমে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন হাসিন। মহম্মদ শামি ভারতীয় দলের নিয়মিত সদস্য। তবে এই মামলায় কোনওভাবেই যাতে তারকা হাওয়ার জন্য শামি বাড়তি কোনওরকম সুবিধা না পান, সেই বিষয়টা এই স্পেশাল পিটিশনে উল্লেখ করা হয়েছে।
চার বছরেও হয়নি নিষ্পত্তি
প্রায় চার বছর কেটে গিয়েছে, তবে এই মামলার নিষ্পত্তি হয়নি। ভারতীয় তারকা বোলার শামি আগাম জামিনের আপিলও করেননি এবং আদালতের সামনে হাজিরা দেননি বলেও অভিযোগ।সুবিচারক চেয়ে তাই এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন হাসিন। শামি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন। শামির ঘনিষ্ঠ মহলের দাবি ভারতীয় ক্রিকেটারের দেওয়া বাড়ি, গাড়ি, সবকিছুই এখনও ব্যবহার করছেন হাসিন। মেয়ে আইরা এখনও হাসিনের সঙ্গেই থাকেন।
প্রসঙ্গত, এর আগে খোরপোশ নিয়েও হাসিন ও শামির আইনি লড়াই হয়েছে। হাসিনের দাবি ছিল শামি আদালতে তাঁর সঠিক আয় না দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করছেন। এবার নতুন করে আইনি জটিলতা তৈরি হল ভারতীয় পেসারকে ঘিরে।
আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন