IND vs PAK: '২৬টি জীবনের থেকেও টাকার মূল্য এত বেশি?', ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কেন্দ্রকে খোঁচা ওয়াসির
Asia Cup 2025: তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে টাকার মূল্য কি ২৬টি প্রাণের থেকেও অনেক বড়? এক সাক্ষাৎখারে ওয়াসি বলেন, ''আমার প্রশ্ন থাকবে আসামের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে।

হায়দরাবাদ: AIMIM-র সর্বভারতীয় সভাপতি আসাউদ্দিন ওয়াসি এদিন কেন্দ্রকে নিশানা করলেন ভারত-পাক ম্যাচ নিয়ে। এশিয়া কাপে ভারত-পাক ম্য়াচ নিয়ে যেভাবে ম্য়াচ বয়কট করার দাবি উঠেছে, সেই সুরেই সুর মিলিয়েছেন ওয়াসি। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে টাকার মূল্য কি ২৬টি প্রাণের থেকেও অনেক বড়? এক সাক্ষাৎখারে ওয়াসি বলেন, ''আমার প্রশ্ন থাকবে আসামের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে। তাঁদের সবার কি এতটুকু ক্ষমতা নেই যে পাকিস্তানের সঙ্গে ম্য়াচটি বন্ধ করা যেতে পারে। যাঁরা আমাদের ২৬ জনের ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে খুন করেছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুলে তুলে তাঁকে প্রশ্ন করেছেন ওয়াসি। তিনি বলেছেন, ''আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনি বলেছিলেন যে রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। ডায়লগ আর সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। একটা ক্রিকেট ম্য়াচ থেকে বিসিসিআই কত টাকা আয় করে? ২০০০ কোটি, ৩০০০ কোটি? এই অর্থটা কি ২৬টা জীবনের থেকে অনেক বেশি?''
কংগ্রেস নেতা অভিষেক দত্ত এই ম্য়াচ ইস্যুতে কেন্দ্রকে তোপ দেগে জানিয়েছেন, ''একদিকে আপনি অপারেশন সিঁদুরের কথা বলেন। সন্ত্রাসের সঙ্গে, সন্ত্রাসবাদীদের সঙ্গে কোনও কথা নয়, এই কথা বলছেন। আবার একদিকে এই ম্য়াচ খেলছেন। বিশ্বের কাছে এর ফলে কী বার্তা পৌঁছবে?''
এই ইস্যুতে হুঙ্কার দিয়েছেন মহারাষ্ট্রের শিবসেনা নেতা। শিবসেনা নেতা শরদ কোলি একটি ব্যাট কাঁধে নিয়ে বার্তা দিয়েছেন, ''পাকিস্তান মহারাষ্ট্রের ও এই দেশের বোনেদের সিঁদুর মুছে দিয়েছে। আমি এখানকার সব হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ভারত-পাকিস্তান ম্য়াচ যেন কোনও চ্যানেলে না দেখানো হয়। যদি নিজের দেশকে ভালবাসেন, তবে কখনওই এই ম্য়াচ চালাবেন না আপনারা।''
শিবসেনা নেতা আরও জানিয়েছেন, ''যদি আমি কোনও হোটেল মালিককে দেখি যে ভারত ও পাকিস্তান ম্য়াচ তাঁদের হোটেলের টিভি স্ক্রিনে চালিয়ে রেখেছে, তাহলে আমরা কিন্তু সেই হোটেল ভেঙে দেব এই ব্য়াট দিয়েই। হোটেলের মালিক ও ডিরেক্টরা তার জন্য তখন দায়ী হবেন।'' রীতিমত কিন্তু হুঙ্কার দিয়ে রাখলেন এই শিবসেনা নেতা। যদিও পার্টির তরফে কোনও সরকারি বিবৃতি এই বিষয়ে এখনও দেওয়া হয়নি।
এদিকে, টস জিতে ম্য়াচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। দুটো দলই তাঁদের একাদশ অপরিবর্তিত রেখেছে।




















