MS Dhoni: কেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, কারণ জানালেন ধোনি
Mahendra Singh Dhoni: সোশ্যাল মিডিয়ায় নয় মাসে, ছয় মাসে একবার আপডেট দেন মহেন্দ্র সিংহ ধোনি।
নয়াদিল্লি: বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ভারত তো বটেই, গোটা বিশ্বজুড়েই তাঁর তুমুল জনপ্রিয়তা। তিনি যাই করেন, তাই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে ধোনি নিজে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন।
সচিন তেন্ডুলকর, ইনজামাম উল হকের মতো বহু প্রাক্তন ক্রিকেটারের বর্তমানে ইউটিউব চ্যানেল রয়েছে। ধোনি কেন সেই পথে হাঁটেননি? মাহিকে এই প্রশ্ন করা হলে তিনি জানান যে কালেভাদ্রে এক আধবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করায় তাঁর পক্ষে ইউটিউব চ্যানেল চালানো সম্ভব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি বলেন, 'এই কিছুক্ষণ আগেই এই নিয়ে আমি কথা বলছিলাম। অনেকে আমায় এই বিষয়ে প্রশ্নও করে থাকেন। মেরে সে না হো পায়েগা (আমার দ্বারা হবে না), কারণ গোটা বিষয়টা খুবই কঠিন। আমি ক্যামেরা ভীতু নই, তবে গোটা বিষয়টা আমার জন্য সহজ নয়।'
ধোনি আরও যোগ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু বলা বা করার থেকে সামনা সামনি কথা বলতে বেশি পছন্দ করেন। 'সামনা সামনি কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই কারণেই আমার মনে হয় না যে আমি ইউটিউব চ্যানেল চালাতে পারব। উপরন্তু আমি খুবই মুডিও। আমি হয়তো একদিনেই সোশ্যাল মিডিয়ায় দুই-তিনটি ভিডিও পোস্ট করলাম, আবার পরক্ষণেই এক বছরের জন্য সম্পূর্ণরূপে পোস্ট করা বন্ধ করে দিলাম।' বলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক।
I don't think I can run You tube channel. I am kind of a person who can post 2-3 videos in a day and then disappear from Social Media for 1 year . ~ MS Dhoni pic.twitter.com/0cLaHOXTzU
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) December 2, 2023
তবে ধোনি নিজে যতই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন না কেন, তাঁর সব ভিডিও, ছবি কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হয়। সম্প্রতি যেমন এক বার্থডে পার্টিতে তোলা ধোনির ছবি ভাইরাল হয়েছে। ধোনিকে রাঁচিতে এক বন্ধুর বাড়িতে দেখা গিয়েছে। একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ধোনি। ক্যাপ্টেন কুলকে ঘিরে দেখা গেল উন্মাদনা। তাঁর সঙ্গে সেলফি তোলার আব্দার। ধোনিও হাসিমুখে সকলের সঙ্গে ছবির জন্য পোজ় দিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: ২০২৬ সালের বিশ্বকাপ খেলবেন মেসি? সমর্থকদের কী বার্তা দিলেন 'এলএম১০'?