IND vs NZ 2nd Test: 'ভারতে টেস্ট জেতাটা...', নিউজ়িল্যান্ডের ঐতিহাসিক জয়ের পর কী লিখলেন সচিন তেন্ডুলকর?
India vs New Zealand: এই প্রথমবার টেস্ট সিরিজ়ে ভারতের মাটিতে ভারতকে হারাতে সক্ষম হল নিউজ়িল্যান্ড ক্রিকেট দল।
পুণে: এর আগে কোনও নিউজ়িল্যান্ড দল যা পারেনি, শনিবার ঠিক সেটাই করে দেখাল টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউয়িরা। এই সিরিজ়েই প্রথমবার পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক হিসাবে কিউয়ি দলের দায়িত্ব নিয়েছেন ল্যাথাম। আর নিজের প্রথম সিরিজ়েই ইতিহাস।
বেঙ্গালুরুতে আট উইকেটে সহজ জয়ের পর পুণেতেও (IND vs NZ 2nd Test) ভারতকে ১১৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত করল নিউদজ়িল্যান্ড। ভারতের মাটিতে বিগত তিন দশকের বেশি সময়েও যে দল কোনও টেস্ট ম্যাচ অবধি জেতেনি, সেই দলের এই সিরিজ় জয় যে ঠিক কতটা বড় কৃতিত্বের, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। এই জয় এলও দলের সেরা ব্যাটার কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে। নিউজ়িল্যান্ড সিরিজ় জয়ের পর ল্যাথাম বাহিনীর সর্বত্রই প্রশংসা হচ্ছে। সেই তালিকায় সামিল হলেন সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)।
তাঁর দেশকে হারালেও সচিন কিন্তু নিউজ়িল্যান্ডের এই দুরন্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে বাহবাই দিচ্ছেন। পাশাপাশি এক কিউয়ি তারকার নাম বিশেষভাবে উল্লেখও করেন তিনি। মাস্টার ব্লাস্টার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'ভারতের মাটিতে টেস্ট সিরিজ় জেতাটা যে কোনও সফরকারী দলের জন্যই স্বপ্নের মতো। নিউজ়িল্যান্ড অত্যন্ত ভাল ক্রিকেট খেলে এই স্বপ্ন সত্যি করেছে। এমন সাফল্য একমাত্র ঐক্যবদ্ধভাবে ভাল ক্রিকেট খেললেই সম্ভব। আর ১৩ উইকেট নেওয়া স্যান্টনারের বিশেষভাবে প্রশংসা তো করতেই হবে। এই দুরন্ত কৃতিত্বের জন্য নিউজ়িল্যান্ডকে অনেক অনেক শুভেচ্ছা।'
For any visiting team, to win a Test series in India is a dream, and New Zealand have played really well to make it happen.
— Sachin Tendulkar (@sachin_rt) October 26, 2024
Such results can only be achieved with good, all-round team efforts.
Special mention to Santner for his standout performance, picking up 13 wickets.… pic.twitter.com/YLqHfbQeJU
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পুণেতে কেন হারতে হল ভারতীয় দলকে? জানালেন অধিনায়ক রোহিত শর্মা