ODI World Cup 2023, AUS vs NED: নাগাড়ে তৃতীয় ম্যাচ জয়ের হাতছানি অস্ট্রেলিয়ার, ফের এক অঘটন ঘটাতে মরিয়া নেদারল্যান্ডস
AUS vs NED: এখনও পর্যন্ত নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমে অস্ট্রেলিয়া দুইটি ওয়ান ডে ম্যাচই জিতেছে।
নয়াদিল্লি: রমরমিয়ে চলছে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ৪৮ ম্যাচের বিশ্বকাপ একেবারে মাঝপথে এসে পৌঁছেছে। টুর্নামেন্টের ২৪তম ম্যাচে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস (AUS vs NED)। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচ জিতে নিয়েছেন প্যাট কামিন্সরা। এবার তাঁদের সামনে জয়ের হ্য়াটট্রিক করার সুযোগ। অপরদিকে, শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপে চমক দিয়েছে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। তাঁরা আরও একটি অঘটনের আশায়।
অবশ্য নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার লোগান ভ্যান বিক (Logan Van Beek) কিন্তু মনে করছেন নিজেদের দিনে তাঁরা যে কোনও দলকেই হারাতে পারেন। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন সেমিফাইনালে পৌঁছনোই ডাচদের প্রধান লক্ষ্য। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভ্যান বিক বলেন, 'আমরা এখানে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর উদ্দেশ্য নিয়ে এসেছি। সেই মতোই আমরা অনুশীলন সেরেছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দিনে আমরা যে কোনও দলকে হারাতে পারি। অস্ট্রেলিয়া হোক বা ওমান, আমরা সবসময় একইভাবে অনুশীলন সারি। ধারাবাহিকভাবে এই প্রস্তুতিটাই আমাদের সাফল্যের কারণ।'
এই ম্যাচেই আবার চোট সারিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন দলের তারকা ওপেনার ট্র্যাভিস হেড (Travis Head)। দক্ষিণ আফ্রিকা সফরে হাতে চিড় ধরায় বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলিতে তিনি খেলতে পারেননি। তবে ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনেও নেমে পড়েছেন হেড। তিনি ডাচদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বলে পূর্বাভাস দিয়ে রাখলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। 'ও (হেড) রেঞ্জ হিটিংয়ের অনুশীলন করছিল এবং সেখানে ঠিকঠাকই দেখায় ওকে। ওর হাত ঠিক আছে বলে জানিয়েছে ও। তাই ফিট থাকলে ও তো অবশ্যই ম্যাচ খেলার সুযোগ পেতে পারে।' বলে জানান তারকা অলরাউন্ডার।
হেড ফিরলে মার্শকেই তাঁর ওপেনিং স্থান ছেড়ে দিতে হবে। তিনি ডেভিড ওয়ার্নারকে মজা করে তিন নম্বরে খেলার পরামর্শ দিয়েছিলেন বটে, তবে ওয়ার্নার স্পষ্টভাবে তাঁর এই পরামর্শ নাকচ করে দেন বলেই জানিয়েছেন মার্শ। ডাচদের বিরুদ্ধে ওয়ান ডেতে ১০০ শতাংশ রেকর্ড রয়েছে অজ়িদের। দুই ম্যাচে দুইটিই জিতেছে অস্ট্রেলিয়া। সেই রেকর্ড বজায় রাখারও চ্যালেঞ্জ রয়েছে কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সামনে।
পিচ রিপোর্ট
অরুণ জেটলি স্টেডিয়ামে এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচেই ভাল রান উঠেছে। তবে একদিকে দক্ষিণ আফ্রিকা যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২৮ রান তুলেছিল, সেখানে আফগানিস্তান সহজেই ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮৬ রান ডিফেন্ড করে। তাই টস জিতে প্রথমে ব্যাট করতে চাইবে সবদল। গরমে দিনরাতের ম্যাচে দুপুরে বল করাটাও সহজ নয়। এবার অপেক্ষা শুধু ২২ গজের লড়াইয়ের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ফের চোট! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা, সুযোগ পেলেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক