P Sen Trophy: পি সেন ট্রফির সেমিফাইনালে সিএসবি সভাপতি একাদশ, টস জিতে শেষ চারে তপন মেমোরিয়ালও
Tapan Memorial Club: দিনের প্রথম ম্যাচে যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসে তপন মেমোরিয়াল ও সিএসবি জেলা একাদশ মুখোমুখি হয়েছিল। তবে বৃষ্টির জন্য এই ম্যাচে এক বলও খেলা সম্ভব হয়নি।
কলকাতা: সোমবার, ১৯ জুন পি সেন ট্রফির (P Sen Trophy) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল সিএসবি সভাপতি একাদশ ও তপন মেমোরিয়াল ক্লাব। দক্ষিণবঙ্গে জুড়ে প্রায় সর্বত্রই আজ বৃষ্টি হয়েছে। সেই কারণেই পি সেন ট্রফির দুই ম্যাচের কোনওটিতেই নির্ধারিত ওভার খেলা সম্ভব হয়নি আজ। একটি ম্যাচ তো সম্পূর্ণ ভেস্তেই যায়।
দিনের প্রথম ম্যাচে যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসে তপন মেমোরিয়াল (Tapan Memorial Club) ও সিএসবি জেলা একাদশ (CAB District XI) মুখোমুখি হয়েছিল। তবে বৃষ্টির জন্য এই ম্যাচে এক বলও খেলা সম্ভব হয়নি। তবে এমনিই নক আউট টুর্নামেন্ট, তার ওপর সেমিফাইনালে পৌঁছনোর হাতছানি। তাই ম্যাচ অমীমাংসিত রাখা সম্ভব ছিল না। সেই কারণেই টসের মাধ্যমে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হয়। টসে ভাগ্যদেবতা তপন মেমোরিয়ালের পক্ষেই ছিলেন এবং টস ও ম্যাচ জিতে তাঁরা টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল।
দ্বিতীয় ম্যাচেও ওভার সংখ্যা কমানো হলেও অবশ্য ম্যাচ আয়োজিত হয়েছে। ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে সিএসবি সভাপতি একাদশ (CAB President XI) পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনকে (E.RLY.Sports Association) সাত উইকেটে পরাজিত করে। এই ম্যাচে পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনই প্রথমে ব্যাট করে। ১৯ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলেন তাঁরা। পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনর হয়ে রাজেশ ওরাও নয় বলে ধুঁয়াধার ৩২ রানের ইনিংস খেলেন। সভাপতি একাদশের হয়ে বিকাশ, সন্দীপন ও বৈভব যাদব প্রত্যেকেই দুইটি করে উইকেট নেন।
১৯ ওভারে ১৬৩ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না। তবে সিএবি সভাপতি একাদশের হয়ে সুদীপ কুমার ঘরামি (Sudip Kumar Gharami) শুরুটা দুরন্তভাবে করেন। মাত্র ১৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর দৌলতে শুরুতেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় সভাপতি একাদশ। সুদীপ আউট হওয়ার পর আদিত্য পুরোহিত ইনিংসের গতিটা ধরে রাখেন। অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি। ৪১ বলে আদিত্য ৫৬ রান করেন। অঙ্কুর পাল ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। এই দুইয়ের পরিপক্ক ইনিংসের সুবাদেই চার বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় সভাপতি একাদশ।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?