T20 World Cup: কখন মনে হয়েছিল ম্যাচটা জিততে পারেন? সিকন্দরের জবাব শুনলে চমকে উঠবেন
Sikandar Raza: মাঠের পারফরম্যান্সে মন জিতে নেওয়া পাকিস্তানে জন্ম নেওয়া রাজা মাঠের বাইরেও সকলকে হতবাক করে দিলেন। সেই সঙ্গে দেখিয়ে দিলেন, এই মুহূর্তে কতটা আত্মবিশ্বাসী রয়েছেন তিনি।
সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অঘটন ঘটিয়েছে জিম্বাবোয়ে। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে মাত্র ১ রানে। যে জয়ের নায়ক সিকন্দর রাজা (Sikandar Raza)।
মাঠের পারফরম্যান্সে মন জিতে নেওয়া পাকিস্তানে জন্ম নেওয়া রাজা মাঠের বাইরেও সকলকে হতবাক করে দিলেন। সেই সঙ্গে দেখিয়ে দিলেন, এই মুহূর্তে কতটা আত্মবিশ্বাসী রয়েছেন তিনি।
পাক বধের পর এক সাংবাদিক রাজাকে জিজ্ঞেস করেছিলেন, ম্যাচে কখন থেকে তাঁর মনে হয়েছিল যে, জিততে পারেন? রাজার সাফ জবাব, 'প্রথম বল হওয়ার আগে থেকেই এটা জানতাম।' রাজার উত্তর সকলকে হতবাক করে দেয়। অনেকেই তাঁর আত্মবিশ্বাসের তারিফ করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Journalist - "At what time did you think you can win this match?"
— 12th Khiladi (@12th_khiladi) October 27, 2022
Sikandar Raza - "Before the first ball was bowled" 🥶🔥pic.twitter.com/zS053gg5LE
সিকন্দরের কামাল
তাঁর জন্ম পাকিস্তানের শিয়ালকোটে। ছোটবেলায় স্বপ্ন দেখতেন, পাইলট হবেন। যোগ দেবেন পাক বিমানবাহিনীতে। ৬০ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে নির্বাচিত হয়েছিল মাত্র ৬০ জন। তাঁদের মধ্যে ছিলেন তিনি। কিন্তু দৃষ্টিশক্তির সমস্যার কারণে এসে তৃতীয় বর্ষে এসে বাতিল হন সিকন্দর রাজা (Sikandar Raza)। জীবন বইতে শুরু করে অন্য খাতে।
বিদেশে পড়াশোনা। ক্রিকেট প্রেম ছোট থেকেই। পরে জিম্বাবোয়েতে গিয়ে ক্রিকেট খেলা এগিয়ে নিয়ে যান। সেই সিকন্দরের হাতেই বৃহস্পতিবার পারথে ঘায়েল হল তাঁর জন্মভূমি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ১ রানে হারিয়ে চমক দিল জিম্বাবোয়ে। যে জয়ের নায়ক সিকন্দর। লো স্কোরিং ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৯ রান। তবে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। তাঁর শিকার শান মাসুদ, শাদাব খান ও হায়দার আলি। পাকিস্তান ব্য়াটিংয়ের কোমর ভেঙে দেন সিকন্দরই। সেই সঙ্গে শেষ বলে ২ রান নিতে দৌড়নো শাহিন শাহ আফ্রিদিকে রান আউট করার নেপথ্যেও সিকন্দরের দুরন্ত ফিল্ডিং। তিনিই বল ধরে থ্রো করেন রেগিস চাকাভাকে। যে থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন জিম্বাবোয়ের উইকেটকিপার। পাকিস্তানের হার নিশ্চিত হয়।
আরও পড়ুন: ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের