(Source: ECI/ABP News/ABP Majha)
BY Election: উপনির্বাচনের দিন উত্তপ্ত হয় ভাটপাড়া, নিহত হয় TMC নেতা, নতুন করে গ্রেফতার আরও ১
ABP Ananda Live: ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ১। ধৃত সুজল পাসোয়ানের ৯ দিনের পুলিশ হেফাজত। নৈহাটির শিবদাসপুর এলাকা থেকে গ্রেফতার সুজল পাসোয়ান। উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়ে যাওয়ার ছক কষছিল, দাবি পুলিশের। 'তৃণমূল নেতা অশোক সাউয়ের উপর হামলার আগের দিন কলাবাগান এলাকায় বৈঠক করেছিল দুষ্কৃতীরা'। ধৃত সুজল পাসোয়ানকে জেরা করে মিলেছে তথ্য, দাবি পুলিশের। এর আগে এই মামলায় কউসর আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল।
আরও খবর, কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা, মেয়রের নিশানায় পুলিশ। 'এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের । মুখ্যমন্ত্রীর বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে? মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে। এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতের কালচার বাংলায় চলবে না', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের ।