Bengal vs Baroda: মুকেশ, ঈশানের দুরন্ত বোলিং, বঢোদরার বিরুদ্ধে জিততে বাংলার চাই ১৭৭
Ranji Trohpy 2022-23: একমাত্র রান পেয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় ইনিংসে বঢোদরা ব্যাট করতে নেমে অবশ্য মাত্র ৯৮ রানে অল আউট হয়ে যায়।

কল্যাণী: প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একেবারেই আশানুরুপ পারফরম্য়ান্স করেনি বাংলা (Bengal Cricket Team)। বঢোদরার ২৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা ১৯১ রানে অল আউট হয়ে যায়। একমাত্র রান পেয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় ইনিংসে বঢোদরা ব্যাট করতে নেমে অবশ্য মাত্র ৯৮ রানে অল আউট হয়ে যায়। যার মূলে মুকেশ কুমার ও ঈশান পোড়েলের দুরন্ত বোলিং। একাই ৪ উইকেট তুলে নিলেন মুকেশ। ঈশানের ঝুলিতে ৩ উইকেট। বাংলার জয়ের জন্য় দরকার ১৭৭ রান।
প্রথম ইনিংসে এগিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বঢোদরা। একমাত্র পি এ কুমার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পি এ কুমার ৬২ রান করে অপরাজিত থাকেন। বঢোদরার অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি মাত্র ৫ রান করেন।
বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ১৪ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। অন্য়দিকে ঈশান পোড়েল ১১ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
কলকাতায় এসে অসুস্থ দ্রাবিড়
জন্মদিনের কেক কেটেছিলেন একদিন আগেই। কলকাতায় এসে আচমকা অসুস্থ হয়ে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক। তিনি রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেন। সিএবি-কে জানানো হয় যে, রাতেই কয়েকটি ওষুধ জরুরি ভিত্তিতে লাগবে। সেই কারণে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হয় টিমহোটেলে।
ভারতীয় শিবির সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল দ্রাবিড়ের। যে কারণে বাড়তি আশঙ্কা এড়াতে তড়িঘড়ি রক্তচাপ কমানোর ওষুধ খাওয়ানো হয় তাঁকে। তাতে কাজও হয়।
বৃহস্পতিবার ভারতীয় দল সামান্য দেরি করেই ইডেনে পৌঁছয়। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শুরু দুপুর দেড়টায়। টস একটায়। শ্রীলঙ্কা দল সাড়ে এগারোটায় মাঠে পৌঁছে যায়। ভারতীয় দল বেলা সোয়া বারোটায় ইডেনে আসে। জানা গেল, টিমহোটেলেই বৈঠক সেরে নিয়েছে টিম ইন্ডিয়া। দ্রাবিড়কে দেখা যায় দলের সঙ্গেই মাঠে আসতে। কিন্তু প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ যিনি বুক চিতিয়ে লড়াই করে দলকে জিতিয়ে দেওয়ার মতো ডাকাবুকো কাজ গোটা কেরিয়ারে বারবার করে এসেছেন, সেই দ্রাবিড়কে মাঠে আসা থেকে আটকানো যায়নি। তাই দলের সঙ্গেই ইডেনে এসেছেন তিনি। জানা গিয়েছে, উদ্বেগের কোনও কারম নেই। দ্রাবিড় সুস্থ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
