Ranji Trophy: কাল বাংলার জার্সিতে রঞ্জি অভিষেক হতে পারে রাহুল-আদিত্যর, ৩ বদল? অধিনায়ক পোড়েলের নতুন ইনিংস
BCCI: ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে রাহুল প্রসাদ ও আদিত্য পুরোহিতের অভিষেক হওয়ার সম্ভাবনা। সঙ্গে একাদশে সুযোগ পেতে পারেন শাকির হাবিব গাঁধী।

সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) পরপর দুই ম্যাচে জয় দিয়ে দুরন্ত গতিতে অভিযান শুরু করেছে বাংলা। তবে শনিবার থেকে শুরু হতে চলেছে অন্য এক লড়াই। কারণ, মরশুমে প্রথমবার প্রতিপক্ষের ডেরায় পরীক্ষা শুরু হবে বাংলার। আগরতলায় তাদের প্রতিপক্ষ ত্রিপুরা।
সেই ম্যাচে দলে এক ঝাঁক পরিবর্তনের পথে বাংলা। সব কিছু ঠিকঠাক চললে এই ম্যাচে বাংলার জার্সিতে জোড়া অভিষেক ঘটতে চলেছে। ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে রাহুল প্রসাদ ও আদিত্য পুরোহিতের অভিষেক হওয়ার সম্ভাবনা। সঙ্গে একাদশে সুযোগ পেতে পারেন শাকির হাবিব গাঁধী। একসঙ্গে তিনটি পরিবর্তন ঘটিয়ে নামছে বাংলা।
চলতি রঞ্জি ট্রফিতে বাংলা দুটি ম্যাচই খেলেছে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। সেই দুই ম্যাচে বাংলার হয়ে ইনিংস ওপেন করেছিলেন অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ চট্টোপাধ্যায়। তবে অভিমন্যু ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন বলে ত্রিপুরার বিরুদ্ধে পাওয়া যাবে না তাঁকে। গুজরাতের বিরুদ্ধে আগের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে সুদীপও। তাই ত্রিপুরার বিরুদ্ধে বদলে যাচ্ছে বাংলার ওপেনিং জুটি। গুজরাত ম্যাচে দ্বিতীয় ইনিংসে অভিমন্যুর সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন সুদীপ কুমার ঘরামি। ত্রিপুরার বিরুদ্ধেও তিনি ওপেন করতে পারেন। সঙ্গী হিসাবে দেখা যেতে পারে আদিত্য পুরোহিতকে। কেউ কেউ আবার কাজি জুনেইদ সইফিকেও ওপেনিংয়ে সম্ভাব্য মনে করছেন।
পরপর দুই ম্যাচে সরাসরি জিতলেও ইডেনের পিচ নিয়ে বিস্তর ক্ষোভ ছিল বাংলা শিবিরে। দুই ম্যাচেই চারজন করে পেসার খেলানো হয়েছিল। তবে বাংলা শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, আগরতলার উইকেট থেকে স্পিনাররা সাহায্য পেতে পারেন। মহম্মদ শামি সমৃদ্ধ বাংলার পেস বোলিং আক্রমণকে ভোঁতা করতে গতিসম্পন্ন পিচে খেলতে চাইছে না ত্রিপুরা। সেই কারণে ত্রিপুরার বিরুদ্ধে পেসারের সংখ্যা কমছে বাংলার। আকাশ দীপ ভারত এ দলে ডাক পাওয়ায় এই ম্যাচে নেই। ত্রিপুরা ম্যাচে শামি খেলছেনই। সঙ্গে সূরয সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েল ও মহম্মদ কাইফের মধ্যে দুজন খেলবেন। বাঁহাতি স্পিনার হিসাবে থাকছেন অলরাউন্ডার শাহবাজ আমেদ। সঙ্গে অফস্পিনার রাহুল প্রসাদকে খেলানো হবে। রঞ্জিতে অভিষেক হচ্ছে তাঁর। অভিমন্যু ও সুদীপের পরিবর্তে খেলানো হবে আদিত্য ও শাকির হাবিব গাঁধীকে। আদিত্যর অভিষেক হবে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কল্যাণীতে তিনি ইনিংস ওপেন করে হাফসেঞ্চুরি পেয়েছিলেন। শাকির অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে একটি ম্যাচে খেলেছেন।
অভিষেক হচ্ছে আর একজনেরও। তিনি, বাংলার নতুন অধিনায়ক অভিষেক পোড়েল। অভিমন্যু না থাকায় নেতৃত্বের ব্যাটন যাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল নিজে দীর্ঘদিন দলকে নেতৃত্বও দিয়েছেন। নতুন অধিনায়ককে কী বললেন? আগরতলা থেকে ফোনে লক্ষ্মীরতন বললেন, ‘নেতৃত্ব নিয়ে অভিষেককে কোনও কথা বলিনি। ওরা যথেষ্ট পরিণত। দায়িত্বটা এবার নিতে হবে। তবে খেলা নিয়ে কথা হয়েছে।’ যোগ করলেন, ‘ত্রিপুরা প্রথম দুই ম্যাচে হেরে গেলেও হনুমা বিহারি-সহ তিনজন পেশাদার ক্রিকেটারকে খেলাচ্ছে ওরা। হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই নেই। বাংলার নতুনদের কাছে এটা দারুণ মঞ্চ। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে হবে।’
মেয়েদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলা
আমদাবাদে গুজরাতকে ৫ উইকেটে হারিয়ে রিলায়েন্স জি ওয়ান মহিলাদের অনূর্ধ্ব ২৩ টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বাংলা। প্রথমে ব্যাট করে গুজরাত ১৩.২ ওভারে ৭৭/৮ তোলে। তারপরই বৃষ্টি নামে। বাংলার হয়ে সুজাতা দে ১৬ রানে ৪ উইকেট নেন। ভিজেডি পদ্ধতিতে বাংলার পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১২ ওভারে ৬৬ রান। ১০.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ তুলে ম্যাচ জেতে বাংলা।



















