Ashwin on Captaincy: কী কারণে তাঁকে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া হয়নি? বিস্ফোরক অশ্বিন
Indian captain: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে রোহিত, রাহুল, পন্থ, বুমরাদের পাশাপাশি অশ্বিনের নাম নিয়েও জল্পনা শোনা গিয়েছিল।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা সফরের পর বিরাট কোহলি হঠাৎ করেই ভারতীয় টেস্ট দলের (Indian Cricket Team) অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর পরবর্তী অধিনায়ক কে হবেন, সে নিয়ে বেশ কিছুদিন জল্পনা-কল্পনা চলছিল। শেষমেশ ভারতীয় সীমিত দলের অধিনায়ক রোহিত শর্মার কাঁধেই দলকে তিন ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়ার দায়ভার দেওয়া হয়। তবে রোহিত বাদেও অধিনায়কত্বের দৌড়ে কেএল রাহুল, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনও (R Ashwin) ছিলেন। অশ্বিনের দাবি চিন্তাপ্রবণ হওয়ার ফলেই তাঁকে ভারতীয় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিন এই বিষয়ে কথা বলতে গিয়ে একরাশ ক্ষোভ উগরে দাবি করেন যে একাদশে যদি তাঁর জায়গা নিশ্চিত হত, তাহলে তাঁর চিন্তাপ্রবণ হওয়ার প্রয়োজনই হত না। তিনি বলেন, 'অনেকেই আমার নামের পাশে চিন্তাপ্রবণের তকমা জুড়ে দেন। একজন ব্যক্তি যদি নাগাড়ে ১৫ থেকে ২০টি ম্যাচ খেলার নিশ্চয়তা পায়, তাহলে তাঁর বাড়তি চিন্তার করার প্রয়োজন হয় না। কারুর যদি দুই ম্যাচ পরেই বাতিল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে তো চিন্তাপ্রবণ হবেই। আমার সফরটা তো এমনই। কেউ যদি আমায় আশ্বাস দেয় যে আমি ১৫টি ম্যাচ খেলব, আমার খেয়াল রাখা হবে, আমার ওপর খেলোয়াড়দের দায়িত্ব থাকবে, আমি দলকে নেতৃত্ব দেব, তাহলে তো আমায় বাড়তি চাপ নিতে হয় না, বাড়তি চিন্তা করতে হয় না। কারুর বিরুদ্ধে এমনটা বলা উচিত নয়। কারণ সকলের যাত্রাপত্র তো ভিন্ন।'
তিনি আরও যোগ করেন যে এই অপবাদ তাঁর অধিনায়ক হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। 'এই অপবাদটা আমার প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। আমাকে অধিনায়কত্ব দেওয়ার কথা উঠলেই অনেকে অনেক কিছু বলেছেন। অনেকেই বলেছেন বিদেশ সফরে আমার জায়গা নিশ্চিত নয়। আমার নাম দলের তালিকায় প্রথম আসবে না শেষে, সেটা আমার দখলে নেই। আমি যদি যোগ্য হই, তাহলে আমার নাম থাকতে বাধ্য বলেই আমি বিশ্বাস করি। তবে আমার কারুর বিরুদ্ধে আক্ষেপ, অভিযোগ নেই। অভিযোগ করার তেমন সময়ও নেই।'
প্রসঙ্গত, জাতীয় দলকে নেতৃত্ব না দিলেও, অশ্বিন কিন্তু আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করেছেন। বর্তমানে তিনি তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও ডিন্ডিগুল ড্রাগনকে নেতৃত্ব দিচ্ছেন। এই তামিলনাড়ু প্রিমিয়ার লিগের পরেই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?