Ravichandran Ashwin: রোহিত, কোহলি নন, তিনিই নাকি মোস্ট ভ্যালুয়েবল..., কেন হঠাৎ এমন কথা বললেন অশ্বিন?
Ravichandran Ashwin Update: ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্য়াট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন।
চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬৫ উইকেটের মালিক তিনি। ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। কিন্তু তবুও যোগ্য সম্মান পাননি বলেই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) যেভাবে গুরুত্ব দেওয়া হয় সেভাবে কখনও গুরুত্ব পাননি বলেই মনে করেন ভারতের এই সদ্য প্রাক্তন হওয়া অফস্পিনার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, ''আমি ক্রিকেটে একটা বিষয়ে ধারণা বদলে দিতে চাই। আমি দেখেছি যে ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা, বিরাট কোহলিকে অসম্ভব গুরুত্ব দেওয়া হয়। যা সঠিকও। আমি যখন বেড়ে উঠেছিলাম তখন সচিন তেন্ডুলকর ও অন্যান্য প্লেয়ারদের নিয়েও ততটাই মাতামাতি করতাম। আরও কিছু বড় বড় নাম ছিল। তাঁরা নিঃসন্দেহে যোগ্য সবকিছুর। কিন্তু তার মানে এই নয় যে বাকিদের কোনও গুরুত্ব নেই। ক্রিকেট একটা দলগত খেলা। আর সেই খেলায় বাকিরা সাপোর্টিং কাস্ট হতে পারে না কখনও।''
এরপরই অশ্বিন আরও বলেন, ''আমি আমার জীবনে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। আমার মা, বাবার জন্য আমি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। রোহিত, বিরাট বা অন্য় কেউ এখানে গুরুত্বপূর্ণ নয়। সবার জীবন এক ঘাতে বয়ে চলে না। আমার জন্য আমার ক্রিকেটের জন্য আমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার।"
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের মাঝেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্য়াট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন। তবে আইপিএলে খেলবেন সিএসকের জার্সিতে। চেন্নাই এবার নিলাম থেকে অশ্বিনকে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে দলে নিয়েছে। ধোনির নেতৃত্বে সিএসকের জার্সিতেই আইপিএলে অভিষেক হয়েছিল অশ্বিনের। এবার ফের এই জুটিকে এক সঙ্গে দেখা যাবে দীর্ঘ ১১ বছর পর প্রায়।
নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট করেন অশ্বিন। সেখানে তাঁর কল লগের ছবি শেয়ার করেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় ক্রিকেটার। সেই কল লগে তাঁর বাবার পাশাপাশি দুই কিংবদন্তির নাম জ্বলজ্বল করছে। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর ও কপিল দেব, ভারত তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের অন্যতম। সেই ছবি পোস্ট করে অশ্বিন লেখেন, 'কেউ যদি ২৫ বছর আগে আমায় বলত যে আমার হাতে স্মার্টফোন থাকবে এবং ভারতীয় ক্রিকেটার হিসাবে আমার কেরিয়ারের শেষদিনে আমার কল লগটা এমন দেখাবে, ঠিক তখনই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। ধন্যবাদ সচিন তেন্ডুলকর ও কপিল দেব।'