Border-Gavaskar Torphy: বিরাটের পাশে দাঁড়ালেন পন্টিং, কী বললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক?
Pnting On Virat: বিরাটের ব্য়াটে রান পাওয়াটা খুবই দরকার। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting) মনে করেন যে বিরাট রান পাবেন।

সিডনি: চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচটি ইনিংসে মাত্র ১১১ রান করেছেন তিনি। এদিকে, তৃতীয় টেস্ট অস্ট্রেলিয়া জিতে যাওয়ায় চতুর্থ টেস্ট অবশ্যই জিততে হবে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে চতুর্থ টেস্টে বিরাটের ব্য়াটে রান পাওয়াটা খুবই দরকার। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting) মনে করেন যে বিরাট রান পাবেন।
কী বলছেন পন্টিং?
সঞ্জনা গনেশানকে দেওয়া এক সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, ''আমি ব্যক্তিগতভাবে কোনও ব্য়াটারকে নিয়ে আলাদা করে কিছু বলব না। বিশেষ করে বিরাট কোহলির রান না পাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমি মনে করি বিরাট যে পর্যায়ের ক্রিকেটার তাতে খুব তাড়াতাড়িই কোহলি ফর্মে ফিরে আসবে। চ্যাম্পিয়ন ক্রিকেটাররা সুস্থ হয়ে ফিরে আসার রাস্তা খুঁজে নিতে জানেন।''




















