India vs South Africa: গুয়াহাটিতে পন্থের সামনে বিরাট সুযোগ, ধোনির এক্সক্লুসিভ তালিকায় সামিল হতে পারেন ঋষভ
Rishabh Pant: শুভমন গিল একান্তই মাঠে নামতে না পারলে শনিবার গুয়াহাটিতে হয়তো ঋষভ পন্থই ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন।

গুয়াহাটি: ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট হেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) আপাতত সিরিজ়ে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। সপ্তাহান্তে সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামবে ভারতীয় দল। আপাতত যা খবর, তাতে এই টেস্টে অধিনায়ক শুভমন গিলের মাঠে নামার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাঁর অনুপস্থিতিতে ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসের মতোই দ্বিতীয় টেস্টে ঋষভ পন্থকেই (Rishabh Pant) ভারতকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। অধিনায়ক হিসাবে গুয়াহাটিতে মাঠে নামলেই কিন্তু পন্থ এক বিশেষ তালিকায় সামিল হবেন।
পন্থ এর আগে ভারতীয় দলের হয়ে টেস্টে কোনদিন অধিনায়কত্ব করেননি। গুয়াহাটিতে তিনি অধিনায়ক হিসাবে নামলে প্রথমবার টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে তিনি মহেন্দ্র সিংহ ধোনির বিশেষ তালিকায় নাম লেখাতে পারেন। ২০১৪ সাল পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনি টেস্টে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। এখনও পর্যন্ত তিনিই একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসাবে টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। গুয়াহাটিতে পন্থ মাত্র দ্বিতীয় ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ার জোরাল সম্ভাবনা শুভমনের। কলকাতা টেস্টে ঘাড়ের ব্যথায় কাবু হয়ে ম্যাচের মাঝপথে ছিটকে গিয়েছিলেন শুভমন। প্রথম ইনিংসে তিনি আহত ও অবসৃত হন। তিনি দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। মাঠ থেকেই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়েছিল শুভমনকে। শোনা যাচ্ছে, গিল দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন, তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থ দলের নেতৃত্ব দেবেন।
কলকাতা টেস্টে শুভমন গিলের অভাব অনুভূত হয়েছিল, যেখানে টিম ইন্ডিয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩০ রানে হেরে গিয়েছিল। গিলকে নিয়ে বুধবারই বিসিসিআই-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল যে, তিনি দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন। তবে তাঁর খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।
বিসিসিআই বুধবার তাদের বিবৃতিতে জানিয়েছে, 'টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিলের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট লাগে এবং দিনের খেলা শেষ হওয়ার পরে তাঁকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং পরের দিন ছুটি দেওয়া হয়। গিল দ্রুত সুস্থ হচ্ছেন এবং তিনি ১৯ নভেম্বর, ২০২৫-এ দলের সঙ্গে গুয়াহাটি যাবেন।'



















