Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা পন্থের
Rishabh Pant: গাড়ি দুর্ঘটনার পর প্রায় দেড় বছর ক্রিকেটের বাইরে ছিলেন পন্থ। এরপর আইপিএলের মঞ্চে ফিরেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও অংশ ছিলেন পন্থ।
প্যারিস: আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। ভারতের মোট ১১৭ জন ক্রীড়াবিদ অংশ নিতে চলেছেন গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এ। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরের পর এবার প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার নিজের সোশ্য়াল মিডিয়ায় নীরজ, সিন্ধুদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্য়ান্ডেলে শুভেচ্ছা বার্তায় পন্থ জানিয়েছেন, ''হ্যালো ইন্ডিয়া। এবার সময় এসেছে প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী আমাদের সব ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানানোর। তাঁরা তাঁদের অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের খেলার সবচেয়ে বড় মঞ্চে অংশগ্রহণের জন্য তৈরি হয়েছেন।''
May the tricolor fly high at Paris
— Rishabh Pant (@RishabhPant17) July 22, 2024
Wishing our Indian Olympic athletes all the best for Paris 2024. 🇮🇳#RP17 pic.twitter.com/aeqsFu0r4w
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়ার পর গত আইপিএলেই অসাধারণ কামব্যাক করেছেন ঋষভ। দিল্লি ক্যাপিটালসের হয়ে একাধিক ভাল ইনিংসও খেলেছেন। তাঁর IPL পারফরম্যান্সের দিকে নজর দিয়েই তাঁকে টি২০ বিশ্বকাপে বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে পন্থ নিজেকে মেলে ধরেন। এই পরিস্থিতিতে দিনকয়েক আগে খবর ছড়ায় রিকি পন্টিংয়ের সঙ্গে ভাল সম্পর্ক ছিল পন্থের। তাই পন্টিংয়ের DC-যাত্রা শেষ হওয়ার পর, বাঁহাতি উইকেটরক্ষ-ব্যাটারও এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতে পারেন। ২০১৬ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই রয়েছেন পন্থ। বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার বিরুদ্ধে ৯৬ বলে ১১১ রান করার দিন তাঁক নিলামে বেছে নেওয়া হয় । তখন থেকেই DC-র সদস্য পন্থ। ১১১টি ম্যাচে ৩২৮৪ রান করেছেন তিনি। গড় ৩৫.৩১। স্ট্রাইক রেট ১৪৮.৯৩। এর মধ্যে রয়েছে একটি শতরান ও ১৮টি অর্ধ শতরান। ২০২১, ২০২২ ও ২০২৪ সালে এই দলে অধিনায়কত্বও করেছেন তিনি। ৭৫টি ক্যাচ নিয়েছেন। স্টাম্প আউট করেছেন ৩৮টি। এদিকে রিকি পন্টিংয়ের পর নতুন প্রধান কোচের খোঁজে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক থেকে শুরু করে কোচ, জার্সি, দলের নাম, বারবার পরিবর্তন হয়েছে। তাও ট্রফি ভাগ্য ফেরেনি। টানা ব্যর্থতার জেরে দিনকয়েক আগেই বড়সড় বদলের পথে হাঁটে দিল্লি ক্যাপিটালস। কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় দিল্লি ফ্র্যাঞ্চাইজি।